ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

Book Name:ALLAH Ki Riza Sab Se Bari Cheez Hai

দিই নি ফেরেশতারা পূনরায় জিজ্ঞেস করবে: তোমরা কি জাহান্নাম দেখেছো? তারা বলবে? আমরা কোনো কিছু দেখিনি তখন ফেরেশতারা তাদেরকে বলবে: তোমরা কার উম্মত? সৌভাগ্যবান জান্নাতীরা বলবে: আমরা ইমামুল আম্বিয়া, হযরত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর উম্মত ফেরেশতারা বলবে: আমরা তোমাদেরকে আল্লাহ পাকে শপথ দিচ্ছি, বলো দুনিয়াতে তোমাদের কী আমল ছিলো? তারা উত্তর দেবে: আমাদের ২টি স্বভাব ছিলো, যার কারণে আমরা আল্লাহ পাকে দয়া অনুগ্রহে এই মর্যাদায় পৌঁছতে পেরেছি; () আমরা নির্জনেও আল্লাহ পাকে নাফরমানি করাতে লজ্জাবোধ করতাম আর () আমরা আল্লাহ পাকে দান করা স্বল্প রিযিকে সন্তুষ্ট থাকতাম (কুতুল কুলুব, খন্ড: , পৃষ্ঠা: ৬৫)

    !اَللهُ اَكْبَرُ প্রিয় ইসলামী বোনেরা! চিন্তা করে দেখুন! কিয়ামতের ৫০ হাজার বছরের দিন, মানুষ কবর থেকে উঠে ময়দানে মাহশরের দিকে রওয়ানা করবে আহ! সেই উত্তপ্ত তামার জমিন, সোয়া মাইল দূরে আগুন ঝরানো সূর্য, অত্যন্ত গরম! আবার আমলনামা হাতে পাওয়া, হিসাব নিকাশের কার্যাদি, পুলসিরাত পার হওয়ার ধাপ, পুলসিরাতও কেমন? চুলের চেয়েও চিকন, তলোওয়ারের চেয়েও ধারালো, ১৫০০ বছরের রাস্তা একদিকে মানুষ এমন ভয়ানক বিপদে পতিত হবে আরেকদিকে আল্লাহ পাকে সন্তুষ্টিতে সন্তুষ্ট, একাকীতেও আল্লাহ পাকে নাফরমানি করা থেকে বিরত থাকা ব্যক্তিরা কবর থেকে উড়ে উড়ে জান্নাতে পৌঁছে যাবে তারা হাশরের ময়দানের তাপ দেখবে না, হিসাব নিকাশ, পুলসিরাতও দেখবে না سُبْحٰنَ الله! ভেবে দেখুন! কেমন সৌভাগ্যের ব্যাপার হবে হায় যদি! আমরাও এমন হয়ে যেতাম, হায়! আমরাও যদি আল্লাহ পাকে সন্তুষ্টিতে সন্তুষ্ট, জনসম্মুখে একাকীতে গুনাহ থেকে বিরত, আপন প্রতিপালকের অনুগত হয়ে যেতাম

আল্লাহ পাককে রাজি করার পদ্ধতি

    ইমাম গাযালি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আল্লাহ পাকে পক্ষ থেকে বান্দাকে পরকালে যে নেয়ামতসমূহ দান করা হবে, তার মধ্য হতে বড় উচ্চ স্তরের নেয়ামত হলো আল্লাহ পাক বান্দার উপর রাজি হয়ে যাওয়া আল্লাহ পাক কুরআনুল করীমে ইরশাদ করেন:

 

وَ رِضۡوَانٌ مِّنَ اللّٰہِ اَکۡبَرُ ؕ

(পারা ১০, তাওবা, আয়াত ৭২)