Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আল্লাহ সন্তুষ্টির জন্য নফসের প্রবৃত্তি পরিত্যাগ করার মনমানসিকতা বানাতে প্রবৃত্তির অনুসরণের নিন্দায় কিছু হাদীস শরিফ পেশ করছি, যেনো এই ভয়াবহ রোগ থেকে বাঁচতে আরো বেশী সফলতা অর্জিত হয় যেমন:

 জান্নাত এবং দোজখ তোমার  নিকটে

    হযরত আব্দুল্লাহ رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: জান্নাত তোমাদের থেকে এরচেয়েও অধিক নিকটবর্তী যতটুকু  তোমাদের জুতোর ফিতা জুতোর কাছে এবং দোজখও এমন (অর্থাৎ অনেক বেশী নিকটবর্তী) হ্যাঁ  জান্নাতকে কষ্টসমূহ দ্বারা এবং দোযখকে কুপ্রবৃত্তি এবং স্বাদ দ্বারা ঢেকে রাখা হয়েছে

(বুখারী, কিতাবুর রিক্বাক্ব, /২৪৩, হাদীস:৬৪৮৭)

বুদ্ধিমান এবং বোকা কে?

    এভাবে প্রিয়নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: বুদ্ধিমান চালাক সে, যে তার নফসের হিসাব নেয় এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে এবং সে অক্ষম যে নফসের কুপ্রবৃতিসমূহের অনুসরণ করেছে এবং আল্লাহ পাক (এর রহমতে জান্নাত পাওয়ার) আশা রাখে(সুনানে ইবনে মাজাহ, / ৪৯৬, হাদীস ৪২৬০)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয় জান্নাত নেয়ামত ও আরাম আয়েশে পরিপূর্ণ অত্যন্ত সুন্দর স্থান। কিন্তু, ঐখানে পৌঁছা সহজ নয় বরং এর পথে ইবাদাত, বন্দেগী এবং নেকীর আকৃতিতে অত্যন্ত কষ্টসাধ্য ঘাটি রয়েছে। যেগুলো পার করা জরুরী। অন্যদিকে, দোযখ আতঙ্ক, কষ্ট এবং বিভিন্ন ধরনের আযাবের জায়গা কিন্তু, এর কাছে পৌঁছা খুবই সহজ। কেননা, জাহান্নামকে নফসের কুপ্রবৃত্তিসমূহ দ্বারা ঢেকে দেয়া হয়েছে। যে ব্যক্তি নফসের নাজায়িয প্রবৃত্তিসমূহ পূরণের মধ্য দিয়ে তার