Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

ঈমানদারদের সাথে ঝগড়া করতে পারে  আমি আরজ করলামআহলে লাবান কারা? ইরশাদ করেন: ঐসব লোক যারা কুপ্রবৃত্তিসমূহের অনুসরণ করে এবং নামাযসমূহ নষ্ট করে (তাফসীরে দুররে মনসুর, /৫৬৭)

    হযরত ইবনে ইশআত رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত, আল্লাহ পাক হযরত দাউদের প্রতি অহী  অবতীর্ণ করলেন যে, নিশ্চয় অন্তর যা দুনিয়ার আকাঙ্ক্ষা সমূহের সাথে মিলিত হয়, সে আমার থেকে দূরে

(তাফসীরে দুররে মনসুর, / ৫২৬)

    এক স্থানে আল্লাহ পাক ইরশাদ করেন:

    কানযুল ইরফান থেকে অনুবাদ: আর আল্লাহ তোমাদের প্রতি তাঁর রহমত দ্বারা প্রত্যাবর্তন করতে চান এবং যারা তাদের প্রবৃত্তির অনুসরণ করছে তারা চায় যেনো তোমরা সরল পথ থেকে অনেক পৃথক হয়ে যাও

    এই আয়াতে মুবারাকার শানে নুযুল হলো, ইহুদী, নাসারা এবং অগ্নিপূজকরা ভাই বোনের মেয়েদের সাথে বিবাহ হালাল মনে করতো, যখন আল্লাহ পাক তাদের সাথে বিবাহ হারাম ঘোষণা করলেন, তখন তারা মুসলমানদের বলতে লাগলো, যেভাবে তোমরা খালা ফুফুর মেয়েদের সাথে বিবাহ জায়িয মনে করো, অথচ খালা এবং ফুফু তোমাদের উপর হারাম একই ভাবে তোমরা ভাই বোনের মেয়েদের সাথেও বিবাহ করো এর প্রেক্ষিতে এই এই আয়াত নাযিল হল যে, তারা চায় তোমরাও তাদের মত ব্যভিচারে লিপ্ত হয়ে যাও

(মাদারিক, নিসা আয়াত নং ২৭ নং আয়াতের পাদটীকা, ২২৩ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন আল্লাহ কিভাবে কুপ্রবৃত্তির অনুসরণকারীদের নিন্দা করেছেন যে, এমন লোকদের জাহান্নামের গায়্যা  নামক জঙলে নিক্ষেপ করা হবে