Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

প্রতিকার

    প্রিয় ইসলামী ভাইয়েরা! উদরপূর্তি অর্থাৎ পেট ভরে খাওয়ার পর গুনাহ থেকে বাঁচার উপায় হলো বান্দা ক্ষুধার চেয়ে কম খেয়ে নফসের প্রবৃত্তি নিষ্ফল করে দিবে দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে এই ব্যাপারে উৎসাহিত করা হয় যে, বান্দা যেন হারাম লুকমা গ্রহণ করা থেকে অবশ্যই বেঁচে থাকে জায়িয মুবাহ খাবারও যেনো ইবাদাতের শক্তি অর্জনের নিয়তে কম খায় যাতে ইবাদাতের স্বাদ গ্রহণের সৌভাগ্য হয় এবং গুনাহের প্রতি উদ্বুদ্ধও না হয় দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে ক্ষুধার চেয়ে কম খাওয়াকে কুফলে মাদিনা লাগানো বলে এর মনমানসিকতা তৈরিতে শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ পেটের কুফলে মদীনা নামক বিখ্যাত কিতাবটি লিখেন এই কিতাবের অধ্যায়নের বরকতে খাবারের আদব সমূহ, ক্ষুধার চেয়ে কম খাওয়ার উপকারিতা, স্বাস্থ্যবান থাকার উপায়, এছাড়াও আপনি অসংখ্য মাদানী ফুল গ্রহণ করতে পারবেন মাকতাবাতুল মদীনার যেকোনো শাখা থেকে কিতাবটি সংগ্রহ করা যাবেএছাড়া দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট www.dawateislami.net থেকে কিতাবটি পড়াও যাবে ডাউনলোড করা যাবে এবং প্রিন্টও করা যাবে

মাকতাবাতুল মদীনা

    দাওয়াতে ইসলামীর বিভাগ গুলোর মধ্যে মাকতাবাতুল মদীনাও একটি অন্যতম বর্তমানযুগে বার্তা প্রেরণ, কিতাবাদী ও রিসালা প্রকাশনার জন্য নতুন মাধ্যমসমূহের ব্যবহার দ্রুত বাড়ছে উচিত ছিলো এসব নতুন মাধ্যমসমূহ নেকীর দাওয়াত প্রচার এবং অন্যান্য জায়িয উদ্দেশ্যেই ব্যবহার করা কিন্তু আফসোস! কিছু বাতিল শক্তি যোগাযোগের মাধ্যমকে তাদের