Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল। (জামেয়ে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস ১২৮৪) হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভাল ভাল নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভাল নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শুনার পূর্বেও ভাল ভাল নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! * ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
রোগ কি নিজেই ঔষধ হয়ে যেতে পারে?
উয়ুনুল হিকায়াত ১ম খন্ডের ৩৬৭ পৃষ্ঠায় রয়েছে: সিলসিলায়ে আলীয়া কাদেরীয়ার প্রসিদ্ধ বুযুর্গ হযরত আবু কাসিম জুনাঈদ বাগদাদী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: একদিন রাতে আমার খুবই অস্থিরতা হচ্ছিল। আমি আল্লাহ পাকের ইবাদতে মশগুল হলাম। কিন্তু আমি শান্তি পাচ্ছিলাম না। আমি খুবই চেষ্টা করলাম ইবাদতে খুবই মনোযোগ এবং নম্রতা ও একাগ্রতা যেন অর্জন হয়ে যায়, কিন্তু আমি এই চেষ্টায় সফল হতে পারলাম না। এরপর আমি কুরআনে পাকের তিলাওয়াত শুরু করে দিলাম তবুও আমার মনোযোগ এবং অন্তরে শান্তি অর্জত হলোনা। আমি অত্যন্ত বিস্মিত হলাম, আজ এমন কি হলো যে আমি ইবাদাতে মনোযোগ স্থাপন করতে পারছিনা এবং শান্তি দূর হয়ে গেছে। অবশেষে রাতের শেষ অংশে আমি আমার চাদর কাঁধে রাখলাম এবং ঘর থেকে বেরিয়ে আসলাম। কিছুদূর গিয়ে রাস্তায় এক ব্যক্তিকে দেখলাম যে চাদরে আবৃত্ত ছিলো। তার নিকটে গেলাম