Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যদি আমরা নফসের প্রবৃত্তি সমূহের কেল্লা চূর্ণ-বিচূর্ণ করতে সফল হয়ে যাই তাহলে লোভ উচ্চাকাঙ্ক্ষার বদভ্যাসও দূর হয়ে যাবে এবং বিভিন্ন ধরনের গুনাহ থেকেও পরিত্রাণ পাব এভাবে আমাদের বাতেন পরিষ্কার হয়ে যাবে এবং নম্রতা একাগ্রতা সহকারে আমাদের ইবাদাতে মন বসার নেয়ামতও অর্জিত হয়ে যাবে

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মানুষের আকাঙ্ক্ষাসমূহ কখনো শেষ হয় না দিন প্রতিদিন আকাঙ্ক্ষাসমূহের এই সীমা দীর্ঘ হতে থাকে বর্তমান যুগে এই আকাঙ্ক্ষাসমূহের আগুন নেভানোর জন্য কর্জ নেয়ার প্রয়োজন পড়ুক কিংবা হালাল হারাম মাধ্যম ব্যবহার করার দরকার পড়ুক এরও পরোয়া করা হয়না আসুন! প্রবৃত্তির অনুসরণের নিন্দায় ক্বুরআনে পাকের কিছু আয়াতে মুবারাকা শুনি, যেনো আমরাও নফসের কুপ্রবৃত্তিসমূহ এবং প্রবৃত্তির অনুসরণের ক্ষয়ক্ষতির ব্যাপারে অবগত হই এবং থেকে বাঁচার চেষ্টা করি যেমন আল্লাহ পাক ১৬ নং পারার সূরা মরিয়মের আয়াত নং ৫৯ ইরশাদ করেন:

কানযুল ইরফান থেকে অনুবাদ: অতঃপর তাদের পর অপদার্থ লোক তাদের স্থলে আসলো যারা নামাযসমূহ নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে অতঃপর অতিসত্বর তারা জাহান্নামের ভয়ানক গায়্যা জঙ্গলের দেখা পাবে

    হযরত আল্লামা জালাল উদ্দীন সুয়ুত্বী শাফেয়ী এই আয়াতের ব্যাপারে উদ্ধৃত করেন: হযরত উকবা বিন  মের থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে, অতিসত্বর আমার উম্মতের মধ্যহতে আহলে কিতাব এবং আহলে লাবান ধ্বংস হয়ে যাবে এরপর আমি আরজ করলাম: ইয়া রাসূলাল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আহলে কিতাব কারাইরশাদ করেন: এসব লোক যারা কিতাব এইজন্য শিখে, যেনো এর দ্বারা