Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

জিবরাইল আমীন عَلَیْہِ السَّلَام আল্লাহ পাকে দরবারে উপস্থিত হয়ে আরজ করেন: হে আল্লাহ! আপনার সম্মান মহত্বের শপথ! আমি ভয় পাচ্ছি যে, এখন এখানে কেউই প্রবেশ করতে পারবেনা এরপর আল্লাহ পাক ইরশাদ করেন: এখন দোযখের দিকে যাও এবং দোযখ তার আযাবসমূহ দেখ, যা আমি দোযখবাসীর জন্য তৈরি করেছি হযরত জিবরাইল عَلَیْہِ السَّلَام গিয়ে দেখলেন, দোযখ (এর আগুনের) এক অংশ অপর অংশের উপর চড়ছে তিনি আল্লাহ পাকে দরবারে উপস্থিত হয়ে আরজ করেন: হে আল্লাহ! আপনার সম্মান মহত্বের  শপথ! কেউই এমন নেই যে জাহান্নাম (এর শাস্তির) ব্যপারে শুনবে এবং এতে প্রবেশ করবে, (অর্থাৎ সে বাঁচার চেষ্টা করবে) অতঃপর আল্লাহ পাকে হুকুমে জাহান্নামকে কুপ্রবৃত্তি, আকাঙ্ক্ষা এবং স্বাদের পর্দা দিয়ে ঢেকে দেয়া হলো এরপর আল্লাহ পাক জিবরাইল عَلَیْہِ السَّلَام কে হুকুম দিলেন: আবারো জাহান্নামের দিকে যাও জিবরাইল عَلَیْہِ السَّلَام গেলেন এবং আল্লাহ দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন: হে আল্লাহ! আপনার সম্মান মহত্বের শপথ! আমার ভয় হচ্ছে এখন এর থেকে কেউই বাঁচতে পারবেনা বরং (কুপ্রবৃত্তিতে লিপ্ত হয়ে) এতে গিয়ে পড়বে (তিরমিযী, কিতাবু সিফাতিল জান্নাত, হাদীস: , ২৫৬৯/২৫৬ পৃষ্ঠা)

 হাদীসে পাকের ব্যাখ্যা

    হযরত আল্লামা ইবনে হাজার আসক্বালানী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই হাদীসের ব্যাখ্যায় বলেন: কুপ্রবৃত্তি বলতে ঐ দুনিয়াবি কাজকর্ম যেগুলো দ্বারা স্বাদ অর্জন করা হয় শারীয়ত তা করার ব্যাপারে মাধ্যম ব্যাতিরেকে নিষেধ করুক কিংবা এর করার ফলে আল্লাহর আহকাম সমূহের মধ্যহতে কোনো হুকুমের লঙ্ঘন হয় এছাড়াও যেগুলোর ব্যপারে সন্দেহ রয়েছে এবং ঐসব জায়য ও মুবাহ কাজ যেগুলোর উপর আমল করার ফলে হারামে লিপ্ত