Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan
হবার ভয় হবে সবকিছু এই (কুপ্রবৃত্তির) অন্তর্ভুক্ত। (ফাতহুল বারী, ১১/২৭৩)
হযরত আত্বিয়্যাহ বিন সা'দ رَحْمَۃُ
اللهِ عَلَیْہِ থেকে বর্ণিত, প্রিয় নবী
صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: মানুষ ততক্ষণ পর্যন্ত মুতাক্বী এবং পরহেযগার হতে পারবেনা যতক্ষণ পর্যন্ত নাজায়িয কাজ থেকে বাঁচার জন্য জায়িয ও মুবাহ কাজ ছেড়ে দিবেনা। (মুস্তাদরাক হাকিম, ৫/৫৪৫, হাদীস: ৭৯৬৯)
প্রিয় ইসলামী ভাইয়েরা! এ থেকে জানা গেল যে, কষ্ট ও যন্ত্রণার এই সমুদ্র পার করার পরেই বান্দা জান্নাতে প্রবেশ করতে পারবে এবং নফসের কুপ্রবৃত্তি পরিত্যাগ করার মাধ্যমেই দোযখ থেকে রেহাই পাবে। হযরত আলী মুরতাদ্বা رَضِیَ اللهُ عَنْہُ কুফায় খুতবা দিতে গিয়ে ইরশাদ করেন: হে লোকেরা তোমাদের নিয়ে আমার সবচেয়ে বেশী দীর্ঘ আশা এবং নফসের কুপ্রবৃত্তি অনুসরণের ভয় হচ্ছে। কারণ দীর্ঘ আশা আখিরাতকে ভুলিয়ে দেয় এবং নফসের কুপ্রবৃত্তি অনুসরণ হক্ব থেকে বিচ্যুত করে দেয়। সাবধান! নিশ্চয় দুনিয়া পৃষ্ঠ প্রদর্শনকারী। নিঃসন্দেহে আখিরাত আসন্ন এবং এ দুয়ের প্রত্যাশাকারী রয়েছে। তোমরা আখিরাতের প্রত্যাশাকারী হও। দুনিয়ার প্রত্যাশাকারী হয়ো না।আজ আমল আছে হিসাব নয় এবং কাল (ক্বিয়ামাতে) হিসাব হবে।আমলের সুযোগ হবেনা।
(যুহদ ওয়া ক্বাসরিল আমাল, ৫৮ পৃষ্ঠা)
হযরত ওসমান গণি رَضِیَ اللهُ عَنْہُ কবর দেখে অনেক বেশী কান্নার কারণ জিজ্ঞেস করা হলো। তিনি رَضِیَ اللهُ عَنْہُ বললেন: নিজের একাকী সময়ের কথা মনে পড়ে যায়। কেননা কবরে আমার সাথে মানুষদের মধ্যে কেউই থাকবে না। (এরপর নেকীর দাওয়াতের মাদানী ফুল দিতে গিয়ে) বলেন: যার জন্য দুনিয়া কারাগার, তার জন্য কবর হলো জান্নাত। যার জন্য দুনিয়া জান্নাত, তার কবর তার জন্য কারাগার। যার জন্য দুনিয়ার জীবন বন্দিত্বের ন্যায় ছিলো, মৃত্যু তার নিষ্কৃতির পয়গাম। যে দুনিয়ায় নফসের কুপ্রবৃত্তি