Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan
সুন্নাত প্রদত্ত ৭২ নেক আমল অনুযায়ী চলুন। ৭২ নেক আমলের মধ্যে ২৯ নং নেক আমল হলো: আজ আপনি সুন্নাত অনুযায়ী খাবার খেয়েছেন? এবং খাবার খাওয়ার আগে ও পরে দুআ পড়েছেন? এর উপর আমলের বরকতে আমরা শুধুমাত্র সুন্নাত অনুযায়ী খাবার গ্রহণকারী হয়ে যাবো না বরং ক্ষুধার চেয়ে কম খেয়ে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচতেও সফল হব।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন নিয়তের সুন্নাত ও আদম সম্পর্কে কিছু মাদানী ফুল শোনার সৌভাগ্য অর্জন করি প্রথমে দু'টি ফারমানে মুস্তাফা: (১) অর্থাৎ আমল নিয়তের উপর নির্ভর করে। (বুখারী ১/৫, হাদীস ১) (২)মুসলমানের নিয়্যত তার আমলের চেয়ে উত্তম। (মু'জামুল কাবীর তাবরানী, ৬/১৮৫, হাদীস ৫৯৪২) * প্রত্যেক জায়িয কাজে একাধিক ভালো নিয়ত করা যায়। (বাহারে নিয়াত, ১০ পৃষ্ঠা) * ভালো নিয়ত ব্যতীত কোন নেক কাজের সওয়াব অর্জিত হয় না। (সাওয়াব বাড়হানে কে নুসখে,৩ পৃষ্ঠা) * নেকীর কাজে ভালো নিয়তের অর্থ হলো, অন্তর আমলের প্রতি মনোনিবেশ করবে এবং উক্ত আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করা হবে। (বাহারে নিয়াত, ১০ পৃষ্ঠা) * নিয়ত অন্তরের ইচ্ছাকে বলে, অন্তরে নিয়ত থাকা অবস্থায় মুখে ও বলা অধিক উত্তম।
(বাহারে নিয়াত, ১০ পৃষ্ঠা)
ঘোষণা
নিয়তের অবশিষ্ট সুন্নাত ও আদব তারবিয়াতি হালক্বায় বয়ান করা হবে।তাই সেগুলো জানতে তারবিয়াতি হালক্বায় অবশ্যই অংশগ্রহণ করুন।