Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

এবং ক্ষতিকর জিনিস খাওয়া () সর্বদা পানাহার এবং পরিধানের চিন্তায় থাকা যে, এখন খাবো, পরবর্তীতে কি খাবো (রূহুল বায়ান,/ ১৫৪) () উদরপূর্তির জন্য খাওয়া () গুনাহ করার জন্য খাওয়া (১০) ভালো পানাহার এবং উন্নত পোশাক পরিধানে এমন অভ্যস্ত হয়ে পড়া যে, কখনো সাধারণ খাবার খেতে না পারা (১১) উত্তম খাবারকে নিজের বিশেষত্বের ফলাফল মনে করা মোটকথা, এই এক শব্দে অনেক আহকাম অন্তর্ভুক্ত 

(তাফসীরে নাঈমী, /৩৯০, লাহোর থেকে প্রকাশিত)

() অন্যের বিষয়ে অনর্থক চিন্তাভাবনা

    কুপ্রবৃত্তির অনুসরণে লিপ্ত হওয়ার একটি কারণ হলো অন্যের বিষয়ে অনর্থক চিন্তাভাবনা অন্যের উন্নত পোশাক, আলিশান বাসস্থান, অত্যুত্তম জীবনধারার ব্যাপারে অনর্থক চিন্তাভাবনা শুধু হিংসার মতো ক্ষতিকর রোগ জন্ম দেয়না, বরং এর ফলে কুপ্রবৃত্তির অনুসরণের আগুনও অন্তরে প্রজ্বলিত হয়ে উঠে এরপর, ব্যক্তি প্রবৃত্তি পূরণে অন্ধ হয়ে অর্থ উপার্জনের জন্য হারাম মাধ্যমও গ্রহণ করতে শুরু করে

প্রতিকার

    এর প্রতিকার হলো, ব্যক্তি অন্যের বিষয়ে চিন্তাভাবনা করা থেকে বিরত থাকবে যা কিছু আল্লাহ পাক তাকে দান করেছেন এর উপর ধৈর্যধারণ শুকরিয়া জ্ঞাপন করানিজের চেয়ে নিম্নস্তরের মানুষকে দেখে শুকরিয়া আদায় করা এবং বুযুর্গানে দ্বীনের জীবনী সম্পর্কে পড়ে তাদের জীবন যাপনের পদ্ধতির ব্যাপারে চিন্তাভাবনা করা যেনো নেকী এবং ভালো কাজের প্রতি অন্তর আকর্ষিত হয়

() নিজের সংশোধনের ব্যাপারে অলসতা

    নফস ও শয়তানের অনুসরণের একটি কারণ নিজের সংশোধনের প্রতি মনোযোগ না দেয়া যে ব্যক্তি নিজের ব্যাপারে