Ittiba e Shehwat Ki Tabah Kariyan

Book Name:Ittiba e Shehwat Ki Tabah Kariyan

ফ্যাসাদসমূহ পরিপূর্ণ করার হাতিয়ার বানিয়ে নিয়েছে  যার মাধ্যমে তাদের পথভ্রষ্টকারী আকাঈদের প্রচার প্রসার করে সহজ সরল মুসলমানদের সঠিক পথ থেকে সরিয়ে দেয়ার কাজে লিপ্ত সর্বোপরি একদিকে বেআমলীর তুফান ঝড় তুলছিল অন্যদিকে বদআকীদার ভয়ানক তুফান ধ্বংসের দৃশ্য দেখাচ্ছিল তাই শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এই ফিতনার যুগেও বদআকীদার এই তুফান প্রতিরোধ করতে সীমাহীন চেষ্টা করেছেন পরিশেষে তার একনিষ্ঠ চেষ্টা সফল হল এবং ১৪০২ হিজরী, ১৯৮৬ খ্রিষ্টাব্দে আশিকানে রাসূলের দ্বীনী সংগঠন দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদীনার সূচনা হয় দাওয়াতে ইসলামীর এই বিভাগ থেকে শুরুর দিকে শুধুমাত্র বয়ানের অডিও ক্যাসেট প্রকাশিত হয় এর পরে আল্লাহ দয়া এবং প্রিয় নবীর কৃপাদৃষ্টিতে এমন অগ্রগতি নসীব হলো যে অডিও ক্যাসেটের মাধ্যমে শুরু করা মাকতাবাতুল মদীনার অধীনে আজ পাকিস্তানের করাচি প্রেস রয়েছে এখানে রয়েছে এই বিভাগের অধীনস্থ সকল নতুন সুযোগ সুবিধা এই স্বল্প সময়ে মাকতাবাতুল মদীনা থেকে সুন্নাতে ভরা বয়ান মাদানী মুযাকারার অসংখ্য ক্যাসেট এবং VCR বিশ্বব্যাপী পৌঁছেছে, তদ্রুপ আলা হযরত আমীরে আহলে সুন্নাত অন্যান্য ওলামায়ে আহলে সুন্নাতের কিতাবাদী অধিক পরিমাণে প্রকাশিত হয়ে সাধারণ মানুষের নিকট পৌঁছে সুন্নত পুনরুজ্জীবিত করার মাধ্যম হচ্ছে

২৯ নং নেক আমলের প্রতি উৎসাহ প্রদান

    প্রিয় ইসলামী ভাইয়েরা! নফসের কুপ্রবৃত্তি থেকে বাঁচতে এবং প্রিয়নবীর সুন্নাত অনুসরণের মনমানসিকতা পেতে দাওয়াতে ইসলামীর দ্বীনী পরিবেশের সাথে যুক্ত হয়ে যানএলাকাভিত্তিক ১২ মাদানী কাজে অংশ নিনশায়খে তারীক্বাত আমীরে আহলে