Book Name:Sila Rehmi
অকল্যাণকারীদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না। সামর্থ্য থাকা সত্ত্বেও আত্মীয়-স্বজনদের প্রয়োজনীয়তা অপূর্ণকারীর উপর জাহান্নাম থেকে একটি বড় সাপ পেঁচিয়ে দেওয়া হবে। যেটা সম্পর্ক বিচ্ছিন্নকারীর উপর গলার হাঁরে পরিণত হবে। আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক চ্ছিন্নকারীকে আখিরাতের পাশাপাশি দুনিয়ার মধ্যেও শাস্তি দেওয়া হবে।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী বোনেরা! সাধারণ যে আত্মীয়-স্বজনের সাথে উঠা-বসা ও মেলামেশা বেশি, তবে তাকে কষ্ট ও অসন্তুষ্টির সম্মুখীন হতে হয়। অতঃপর ভাই বোন একে অপরের খুব নিকটবর্তী হয়। এজন্য একে অপরের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু যদি আমরা শরীয়াতের অনুসরণ ও রীতিনীতিকে আঁকড়ে রাখি, তবে اِنۡ شَآءَ الله এই তিক্ততা ও অসন্তুষ্টির দরজা বন্ধ হয়ে যাবে। বড় ভাই-বোনের উপর ছোটদের কি হক এবং ছোটদের উপর বড় ভাই বোনদের কি হক রয়েছে? আসুন! এটাও শুনি আল্লাহ পাক আমাদের আমল করার সামর্থ্য দান করুন। اٰمِين
বড় ভাই-বোনদের উপর ছোট ভাই ও বোনের হক ও আদব:
বড় ভাই ও বড় বোনের উপর ছোট ভাই ও বোনের হক সমূহ হলো:
(১) মা-বাবার মৃত্যুর পর ছোট ভাই বোনকে লালন-পালন করা এবং তাদের ভালো শিক্ষা দেওয়া।
(২) তাদের জীবনের প্রয়োজনীয়তা পূর্ণ করা আর সকল সমস্যার সময় তাদের পাশে থাকা এবং যতটুকু সম্ভব তাদের অভাব পূরণ ও মন খুশি করা।
(৩) বাবা-মা জীবিত অবস্থায়ও তাদের প্রতি নম্রতা ও ভালোবাসা প্রদর্শন করা।
(৪) গীবত, চুগলখোরী, খারাপ ধারণা এবং সাধারণ মুসলমানের প্রতি হিংসা হারাম। আর তাদের প্রতি সর্বোচ্চ পর্যায়ের নাজায়েয।
(৫) শরীয়াত অনুসারে তাদের কাছে সংগঠিত ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া ও সব সময় তাদের প্রতি নম্রতা প্রদর্শন করা।
ছোট ভাই বোনদের উপর বড়দের হক ও আদব: