Sila Rehmi

Book Name:Sila Rehmi

অকল্যাণকারীদের দিকে আল্লাহ পাক রহমতের দৃষ্টিতে তাকাবেন না সামর্থ্য থাকা সত্ত্বেও আত্মীয়-স্বজনদের প্রয়োজনীয়তা অপূর্ণকারীর উপর জাহান্নাম থেকে একটি বড় সাপ পেঁচিয়ে দেওয়া হবে যেটা সম্পর্ক বিচ্ছিন্নকারীর উপর গলার হাঁরে পরিণত হবে আত্মীয়-স্বজনদের সাথে সম্পর্ক চ্ছিন্নকারীকে আখিরাতের পাশাপাশি দুনিয়ার মধ্যেও শাস্তি দেওয়া হবে

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! সাধারণ যে আত্মীয়-স্বজনের সাথে উঠা-বসা মেলামেশা বেশি, তবে তাকে কষ্ট অসন্তুষ্টির সম্মুখীন হতে হয় অতঃপর ভাই বোন একে অপরের খুব নিকটবর্তী হয় এজন্য একে অপরের মাঝে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনাও বেশি কিন্তু যদি আমরা শরীয়াতের অনুসরণ রীতিনীতিকে আঁকড়ে রাখি, তবে اِنۡ شَآءَ الله এই তিক্ততা অসন্তুষ্টির দরজা বন্ধ হয়ে যাবে বড় ভাই-বোনের উপর ছোটদের কি হক এবং ছোটদের উপর বড় ভাই বোনদের কি হক রয়েছে? আসুন! এটাও শুনি আল্লাহ পাক আমাদের আমল করার সামর্থ্য দান করুন اٰمِين

বড় ভাই-বোনদের উপর ছোট ভাই ও বোনের হক ও আদব:

    বড় ভাই বড় বোনের উপর ছোট ভাই বোনের হক সমূহ হলো:

() মা-বাবার মৃত্যুর পর ছোট ভাই বোনকে লালন-পালন করা এবং তাদের ভালো শিক্ষা দেওয়া

() তাদের জীবনের প্রয়োজনীয়তা পূর্ণ করা আর সকল সমস্যার সময় তাদের পাশে থাকা এবং যতটুকু সম্ভব তাদের অভাব পূরণ মন খুশি করা

() বাবা-মা জীবিত অবস্থায়ও তাদের প্রতি নম্রতা ভালোবাসা প্রদর্শন  করা

() গীবত, চুগলখোরী, খারাপ ধারণা এবং সাধারণ মুসলমানের প্রতি হিংসা হারাম আর তাদের প্রতি সর্বোচ্চ পর্যায়ের নাজায়েয

() শরীয়াত অনুসারে তাদের কাছে সংগঠিত ভুল-ত্রুটি ক্ষমা করে দেওয়া সব সময় তাদের প্রতি নম্রতা প্রদর্শন করা 

ছোট ভাই বোনদের উপর বড়দের হক ও আদব: