Book Name:Sila Rehmi
করলে বারবার ক্ষমা চাইলে অক্ষমতা প্রকাশ করলেও আমরা তাকে ক্ষমা করতে প্রস্তুত হইনা। আর আমাদেরকে যদি কেউ বুঝানোর চেষ্টা করে তাকেও নিশ্চুপ করে দিই।
অথচ আমাদের প্রিয় নবী হুযুর পূরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আমাদের একে অপরের প্রতি শত্রুতা ও ঘৃণা রাখা, সম্পর্ক ভেঙ্গে ফেলা এবং অক্ষমতা প্রকাশকারীর অক্ষমতা ফিরিয়ে দিতে নিষেধ করেছেন। যেমন-
নবী করীম রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “একে অপরের কাছ থেকে মুখ ফিরিয়ে নিও না, একে অপরের প্রতি শত্রুতা রাখবে না, হিংসা করবে না। সম্পর্ক বিচ্ছিন্নকারী হবে না এবং আল্লাহর বান্দারা! ভাই ভাই হয়ে যাও। মুসলমান মুসলমান ভাই ভাই। না তার উপর জুলুম করে, না তাকে বঞ্চিত করে, না তাকে অপদস্থ করে।” (মুসলিম, কিতাবুল বিররি ওয়াস সিলাহ, ১৩৮৬ পৃষ্ঠা, হাদীস: ২৫৬৪) অন্য আর এক জায়গায় ইরশাদ করেন: “وَمَن اعْتَذَرَ اِلٰى اَخِيْهِ الْمُسْلِمِ مِنْ شَي ءٍ بَلَغَهُ عَنْه فَلَمْ يَقْبِلْ عُذْرَه لَمْ يَرِدْ عَلى الْحَوْضِ অর্থাৎ যে কোন মুসলমান তার অক্ষমতা প্রকাশ করলো, আর সে তা গ্রহণ করলো না, তাহলে সে হাওযে কাউসারে উপস্থিত হতে পারবে না।”
(মু’জামুল আউসাত, ৪/৩৭৬, হাদীস: ৬২৯৫)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
একই ছাদের নিচে, তারপরও অসন্তুষ্ট?
প্রিয় ইসলামী বোনেরা! গভীর ভাবে চিন্তা করুন! যখন একজন সাধারণ মুসলমানের সাথে ভালো ব্যবহার করার, তার প্রতি ভালবাসা রাখা। সম্পর্ক রাখা এবং তা অব্যাহত রাখার প্রতি উৎসাহ রয়েছে, তবে ঐ ব্যক্তি যার সাথে আমাদের রক্তের সম্পর্ক, উদাহরণ স্বরূপ- বাবা, মা, ভাই, বোন, চাচা, ভাতিজী, মামা, ভাগনী ইত্যাদি। তাহলে তাদের সাথে তো আমাদের আরো বেশি ভালো ব্যবহার ও হিতাকাঙ্ক্ষীর মতো ব্যবহার করা উচিৎ। আর আত্মীয়-স্বজনদের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ভালো ব্যবহারের হকদার হলো আমাদের বাবা, মা, ভাই, বোন। বাবা-মা হলো তারাই যারা আমাদের লালন-পালন করেছেন, আমাদের ভালো শিক্ষা দিয়েছেন, ভালো মন্দের ব্যবহার শিখিয়েছেন, নিজে কষ্ট স্বীকার করে আমাদের প্রশান্তির ব্যবস্থা করেছেন।