Book Name:Sila Rehmi
আত্মীয়তার বন্ধন সুরক্ষিত রাখার ১০টি উপকারীতা
হযরত ফকীহ আবুল লাইস সমরকন্দি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: আত্মীয়তার বন্ধন সুরক্ষিত রাখার ১০টি উপকারীতা রয়েছে: * আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হয়। * মানুষের খুশীর কারণ হয়। * ফিরিস্তারা খুশী হয়। * মুসলমানদের পক্ষ থেকে ঐ ব্যক্তির প্রশংসা করা হয়। * শয়তান এতে কষ্ট পায়। * বয়স বৃদ্ধি পায়। * রিযিকে বরকত হয়। * মৃত মুসলমান বাপ-দাদারা খুশী হন। * একে অপরের প্রতি ভালবাসা বৃদ্ধি পায়। * মৃত্যুর পর তার সাওয়াব বেড়ে যায়। কেননা, লোকেরা তার ব্যাপারে কল্যাণের দোয়া করে থাকে। (তাম্বীহুল গাফেলীন, ৩৭ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সম্পর্ক ছিন্ন করার কারণ, খারাপ ধারণা:
প্রিয় ইসলামী বোনেরা! আত্মীয়তার বন্ধন অর্থাৎ আপন আত্মীয়দের সাথে ভালো আচরণ করার মধ্যে সম্মান মর্যাদা, আখিরাতের মুক্তি, আল্লাহ পাকের সন্তুষ্টি, রিযিক বৃদ্ধি এবং হায়াত বৃদ্ধির সাথে সাথে আরো অনেক বরকত রয়েছে। অথচ সম্পর্ক নষ্ট করার মধ্যে আল্লাহ পাকের অসন্তুষ্টি এবং আখিরাতের ধ্বংসের পাশাপাশি দুনিয়াবী ক্ষতিও অনেক। সাধারণত আত্মীয়তার সম্পর্ক নষ্ট হওয়ার কারণ ভালো ধারণার কমতি ও খারাপ ধারণার আধিক্যতা। আফসোস! আমাদের সমাজে সন্দেহের ভিত্তিতে একে অপরের প্রতি খারাপ ধারণার প্রচলন ব্যাপক। উদাহরণ স্বরূপ- আমরা কোন আত্মীয়কে কোন অনুষ্ঠানে যদি দাওয়াত করি, কিন্তু কোন কারণে অনুষ্ঠানে অংশ গ্রহণ করতে পারেনি, তবে এখন গুরুত্ব সহকারে তার খবর নিই। খুব সমালোচনা ও গীবত করা যায় এবং এই মন-মানসিকতা তৈরী করে ফেলি যে, যেহেতু সে আমাদের অনুষ্ঠান বয়কট করেছে, এজন্য আমরাও তার অনুষ্ঠানে অংশ গ্রহণ করবো না। আর এ ধরণের খারাপ ধারণার কারণে উভয় পরিবারে মনমালিন্য সৃষ্টি হয়ে যায় ও সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে এই দূরত্বটা এতই মারাত্মক হয় যে, বছরের পর বছর একে অপর থেকে পৃথক থাকে। অথচ কেউ আমাদের এখানে অংশ গ্রহণ না করতে পারলে তো তার ব্যাপারে সুধারণা রাখার অনেক দৃষ্টিকোণ হতে পারে। উদাহরণ স্বরূপ- হয়ত সে অসুস্থ হওয়ার কারণে আসতে পারেনি, হয়ত ভুলে গেছে, প্রয়োজনীয় কাজ পড়ে গেছে বা কঠোর কোন অপারগতা ছিলো, যার