Book Name:Sila Rehmi
(মিশকাতুল মাসাবিহ, কিতাবুত তাহারাত, ১/৮৮, হাদীস: ৩৮২) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কখনো সুগন্ধির উপহার ফিরিয়ে দিতেন না। (সুন্নাত আওর আদব ৮৫) * নামাযে আল্লাহ পাকের নিকট মুনাজাত রয়েছে, তাই এর জন্য সজ্জিত হওয়া, আতর লাগানো মুস্তাহাব। (নেকীর দাওয়াত, ২০৭ পৃষ্ঠা) * হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم সর্বদা উন্নত মানের সুগন্ধি ব্যবহার করতেন এবং তা অন্যদেরও শিক্ষা দিতেন। (সুন্নাত ও আদব, ৮৩ পৃষ্ঠা) * দুর্গন্ধ হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم অপছন্দ করতেন। (সুন্নাত ও আদব, ৮৩ পৃষ্ঠা) * মহিলাদের জন্য সুবাশ ছড়ানোর নিষেধাজ্ঞা এই অবস্থায় রয়েছে, যখন সেই সুবাশ অপরিচিত পুরুষ পর্যন্ত পৌঁছে, যদি তারা ঘরে আতর লাগায় যার সুবাশ স্বামী, সন্তান বা পিতামাতা পর্যন্ত পৌঁছায় তবে সমস্যা নাই। (সুন্নাত ও আদব, ৮৫ পৃষ্ঠা) * ইসলামী বোনদের এমন সুগন্ধি লাগানো উচিৎ নয়, যার সুবাশ গিয়ে পুরুষের নিকট পর্যন্ত পৌঁছে যায়। (সুন্নাত ও আদব, ৮৩ পৃষ্ঠা) * প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যখন কোন মহিলা সুগন্ধি লাগিয়ে কোন সমাবেশের পাশ দিয়ে অতিক্রম করে, তবে সে এমনি আর এমনিই অর্থাৎ ব্যবিচারী। (সুন্নাত ও আদব, ৮৪ পৃষ্ঠা)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বিভিন্ন ধরণের হাজারো সুন্নাত শিখতে মাকতাবাতুল মদীনা কর্তৃক প্রকাশিত দু’টি কিতাব “বাহারে শরীয়াত” ১৬তম খন্ড (৩১২ পৃষ্ঠা) এছাড়া ১২০ পৃষ্ঠা সম্বলিত কিতাব “সুন্নাত ও আদব”, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা “১০১ মাদানী ফুল” ও “১৬৩ মাদানী ফুল” হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করে পাঠ করুন।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد