Sila Rehmi

Book Name:Sila Rehmi

প্রত্যেক মুবাল্লিগা বয়ান করার পূর্বে কমপক্ষে তিনবার পাঠ করুন

اَلْحَمْدُ لِلّٰہِ رَبِّ الْعٰلَمِیْنَ وَ الصَّلٰوۃُ وَالسَّلَامُ عَلٰی سَیِّدِ الْمُرْسَلِیْنَ ط

اَمَّا بَعْدُ فَاَعُوْذُ بِاللّٰہِ مِنَ الشَّیْطٰنِ الرَّجِیْمِ ط  بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّ حِیْم ط

اَلصَّلٰوۃُ وَ السَّلَامُ عَلَیْكَ یَا رَسُولَ اللہ                                                                                    وَعَلٰی اٰلِكَ وَ اَصْحٰبِكَ یَا حَبِیْبَ اللہ

اَلصَّلٰوۃُ وَ السَّلَامُ عَلَیْكَ یَا نَبِیَّ اللہ                                                     وَعَلٰی اٰلِكَ وَ اَصْحٰبِكَ یَا نُوْرَ اللہ

দরূদ শরীফের ফযীলত

    রাসূলে আকরাম, নূরে মুজাস্সাম, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: “مَا جَلَسَ قَوْمٌ مَجْلِسًا  لَمْ يَذْكُرُوا اللهَ فِيهِ، وَلَمْ يُصَلُّوا عَلَى نَبِيِّهِمْ اِلَّا كَانَ عَلَيْهِمْ تِرَةً فَاِنْ شَاءَ عَذَّبَهُمْ وَاِنْ شَاءَ غَفَرَ لَهُم যে ব্যক্তি এমন কোন মজলিশে বসে যার মধ্যে না তারা আল্লাহ পাকের যিকির করে এবং না আপন নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم উপর দরূদ শরীফ পাঠ করে, তবে (কিয়ামতের দিন) মজলিশ তাদের জন্য অনুশোচনার কারণ হবে, অতএব আল্লাহ পাক ইচ্ছা করলে তাদের শাস্তি দিবেন এবং তিনি চাইলে ক্ষমা দিবেন

(মুজামু কবীর, /১৮৫ পৃষ্ঠা, হাদীস: ৫৯৪২

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী বোনেরা! সাওয়াব অর্জনের উদ্দেশ্যে বয়ান শুনার পূর্বে প্রথমে ভালো ভালো নিয়্যত করে নিই প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَلنِّيَّةُ الْحَسَنَةُ تُدْخِلُ صَاحِبَهَا الْجَنَّةَ অর্থাৎ ভালো নিয়্যত মানুষকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয় (মুসনাদে ফেরদাউস, /৩০৫, হাদীস: ৬৮৯৫)

          অতএব নিজের অবস্থার প্রেক্ষিতে ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; * আল্লাহ সন্তুষ্টির জন্য বয়ান শুনবো * আদব সহকারে বসবো * এদিক সেদিক তাকানোর পরিবর্তে দৃষ্টিকে নত রেখে গভীর মনযোগ সহকারে বয়ান শুনবো * বয়ান শুনে এর উপর আমল করার চেষ্টা করবো * বয়ানের যতটুকু অংশ মনে থাকবে, তা অপরের নিকট পৌঁছে দিয়ে ইলমে দ্বীন প্রসারের সাওয়াব অর্জন করবো اِنْ شَآءَ الله

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে যখন মারাত্মক দুঃখ পায়