Sila Rehmi

Book Name:Sila Rehmi

কানযুল ঈমান থেকে অনুবাদ: সুতরাং আত্মীয়কে তার প্রাপ্য দাও এবং মিসকীন মুসাফিরকে এটা উত্তম তাদের জন্য, যারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং তারাই সফলকাম

    প্রসিদ্ধ মুফাস্সীর, হাকীমুল উম্মত, মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াতে করীমার ব্যাপারে বলেন: এই আয়াতে করীমা সমস্ত আত্মীয়-স্বজনদের হক আদায় করার হুকুম দিচ্ছে থেকে বুঝা গেলো; প্রত্যেক আত্মীয়ের হক রয়েছে এতে সমস্ত আত্মীয়-স্বজন সম্পৃক্ত, আর এই আয়াত থেকে এটাও বুঝা গেলো; আত্মীয়-স্বজনদের সাথে ভালো আচরণ, দান-খয়রাত, প্রথা আনুষ্ঠানিকতা ধারাবাহিকতার জন্য করবেন না যদি করেন, তবে শুধু মাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করবেন, তখন সাওয়াবের অধিকারী হবে অন্য আর এক জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেন:

وَ  اتَّقُوا  اللّٰهَ  الَّذِیْ  تَسَآءَلُوْنَ  بِهٖ  وَ  الْاَرْحَامَؕ-اِنَّ  اللّٰهَ  كَانَ  عَلَیْكُمْ  رَقِیْبًا(۱)

(পারা- , সূরা- নিসা, আয়াত- )      

কানযুল ঈমান থেকে অনুবাদ: আর  আল্লাহকে ভয় করো যার নাম নিয়ে যাঞ্চা করো আর আত্মীতার প্রতি সজাগ দৃষ্টি রাখো নিশ্চয়ই আল্লাহ সর্বদা তোমাদের দেখছেন

    প্রসিদ্ধ মুফাস্সীর, হাকীমুল উম্মত, মুফতী আহমদ ইয়ার খাঁন নঈমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এই আয়াত প্রসঙ্গে বর্ণনা করেন: মুসলমানদের নিকট  যেমনি ভাবে নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি জরুরী, তেমনি ভাবে আত্মীয়-স্বজনদের হক আদায় করাও খুবই জরুরী আরো বলেন: নিজের আত্মীয়-স্বজনদের সাথে সুন্দর আচরণ করা খুবই ফলদায়ক দুনিয়াতেও রয়েছে আখিরাতেও এর দ্বারা জীবন-মৃত্যু, আখিরাত সবকিছু সফল হয়ে যায় (তাফসীরে নঈমী, /৪৫৬ পৃষ্ঠা)

    প্রিয় ইসলামী বোনেরা! আল্লাহ পাক আমাদেরকে আমাদের নিকট আত্মীয়-স্বজনদের সাথে ভালো আচরণ করার নির্দেশ দিয়েছেন। এটাকে এভাবে বুঝে নিন, যদি বর্তমান সরকার কাউকে কোন কাজ করতে নিষেধ করে এবং ঐ অপরাধের অপরাধীকে শাস্তির ঘোষণা করে, তবে কোন বুদ্ধিমান লোক জেনে বুঝে ঐ কাজটি কখনো করবে না এবং এর থেকে বাঁচার চেষ্টা করবে। একটু চিন্তা করুন, আমরা এক দুনিয়াবী বিচারকের নিষেধের অপরাধকে ভয় করি, কিন্তু যিনি রাব্বুল আলামীন যিনি আহকামুল হাকিমীন আমাদের ভাল-