Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

وَ اِذْ قُلْنَا لِلْمَلٰٓىٕكَةِ اسْجُدُوْا لِاٰدَمَ فَسَجَدُوْۤا اِلَّاۤ اِبْلِیْسَؕ-اَبٰى وَ اسْتَكْبَرَ ﱪ وَ كَانَ مِنَ الْكٰفِرِیْنَ(۳۴)

(পারা , বাকারা, আয়াত ৩৪)

 কানযুল ঈমান থেকে অনুবাদ: এবং স্মরণ করুন! যখন আমি ফিরিশতাদেরকে নির্দেশ দিয়েছিলাম, ‘তোমরা আদমকে সিজদা করোতখন সবাই সিজদা করেছিলো, ইবলীস ব্যতীত; সে অমান্যকারী হলো অহংকার করলো এবং কাফির হয়ে গেলো

    জানা গেলো, নবীর প্রতি সম্মান প্রদর্শণের অস্বীকার কারায় সেই কুফর, যা মানুষের জন্মের পরপরই সর্বপ্রথম হয়েছিলো এবং বাকী কুফরীগুলো অস্থিত্ব পরে হয়েছিলো (তাযীমে নবী, পৃষ্ঠা-, সংক্ষেপিত)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আয়াতে মুবারাকা এবং এর তাফসীরের আলোকে জানতে পারলাম, নবীর প্রতি সম্মান প্রদর্শণ কৃত সিজদা করতে অস্বীকার করাই, অভিশপ্ত শয়তানের কাফের হওয়ার কারণ হলো, সুতরাং আমাদের উচিৎ, নবীর প্রতি সম্মান প্রদর্শণ করার মধ্যে কখনোই কম হতে না দেয়া, তাছাড়া এটাও জানতে পারলাম, সম্মানের উদ্দেশ্যে সিজদা করা, পূর্বেকার শরীয়াতে জায়িয ছিলো কিন্তু এখন তা কোনভাবেই জায়িয নয়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    একবার রাসুলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কিছু মুহাজিরীন আনসারের মাঝে উপবিষ্ট ছিলেন, এমন সময় একটি উট দরবারে রিসালতে উপস্থিত হলো এবং সেটি হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সিজদা করলো, সাহাবায়ে কিরামগন عَلَیۡہِمُ الرِّضۡوَان আরয করতে লাগলো: تَسْجُدُ لَكَ الْبَهَائِمُ وَالشَّجَرُ فَنَحْنُ اَحَقُّ اَنْ نَسْجُدَلَكَ অর্থাৎ ইয়া রাসূলাল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم! পশু গাছ আপনাকে সিজদা করে, সুতরাং আমরা তো এই বিষয়ে বেশি হকদার যে, আপনাকে সিজদা করার

    নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: আপন রবের ইবাদত করো এবং আপন ভাইয়ের সম্মান করো, যদি আমি কাউকে আল্লাহ পাক ব্যতিত অন্য কারো সামনে সিজদা করার আদেশ দিতাম তবে মহিলাদের আদেশ দিতাম যে, তারা যেন নিজেদের স্বামীকে সিজদা করে। (মুসনাদে ইমাম আহমদ, মুসনাদে সায়্যিদা আয়েশা, ৯/৩৫৩, হাদীস: ২৪৫২৫)