Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat
করেছেন, তারও সম্মান ও আদব করা, তাছাড়া যেই মোবারক স্থানে তিনি অবস্থান করেছেন এবং সেই সকল মোবারক জিনিস যা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাতকে চুম্বন করেছে বা যা সেই মোবারক শরীরের কোন অঙ্গের সাথে স্পর্শ (অর্থাৎ Touch) হয়েছে, তারও সম্মান করা। প্রিয় মুস্তফার প্রতি সম্মান প্রদর্শণের এই বিষয়ের আলোকে আল্লামা কাযী আয়ায رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কয়েকটি রেওয়ায়াত উদ্ধৃত করে বলেন: হযরত আব্দুল্লা বিন ওমর رَضِیَ اللهُ عَنْہُ কে দেখা গেছে যে, মিম্বর শরীফের যেই স্থানে রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم বসতেন, সেখানে নিজের হাত রাখতেন এবং তা নিজের মুখে বুলিয়ে নিতেন। এভাবে ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর সম্পর্কে লিখেন যে, হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ মদীনা শরীফে কোন পশুর উপর আরোহন করতেন না এবং বলতেন: আমার আল্লাহ পাকের নিকট লজ্জাবোধ হয় যে, যেই পবিত্র মাটিতে রাসূলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আরাম করছেন, তা আমি আমার পশুর খুর দ্বারা পদদলিত করবো।
(আশ শিফা, ২য় অংশ, ৫৬ পৃষ্ঠা, সংক্ষেপিত)
আল্লাহ পাকের রহমতে তার প্রিয় মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর দয়ার দৃষ্টি ও আউলিয়াগণের ফয়যানের বরকতে দাওয়াতে ইসলামীর দিন-দিন উন্নতির স্তরে উপনিত হচ্ছে আর এ সময় পর্যন্ত اَلْحَمْدُ لِلّٰه ৮০টিও বেশি বিভাগের মাধ্যমে বিশ্বব্যাপী বিভিন্ন স্তররের লোকদেরকে ইসলামের প্রকৃত চেতনাকে উপস্থাপন করে ইসলামের ছায়াতলে সম্পৃক্ত করা হচ্ছে।
এটা একটা বাস্তবতা যে, দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজের তালিকা অনেক দীর্ঘ আর প্রয়োজন অনুভব হলো যে, কোন এমন প্লাটফর্ম তৈরী করা হোক যার উপর সারা দুনিয়ায় দাওয়াতে ইসলামীর অধীনে হওয়া দ্বীনি কাজের আপডেট ও সংবাদ লিখিত আকারে সম্পৃক্ত করা হবে।
এই উদ্দেশ্যকে সামনে রেখে একটি বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে যার নাম দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ ইলইয়াস আত্তার কাদেরী دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ “দাওয়াতে ইসলামীর দিন-রাত” নাম দিয়েছে। এটা একটি ওয়েব সাইট, যার মধ্যে প্রতিদিনের বিত্তিতে দাওয়াতে ইসলামীর আপডেট আপলোড করা হয়। মাদানী মুযাকারার প্রশ্ন, বিভাগ সমূহের