Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

(আদবের কারণে) এটা পছন্দ হলোনা যে, শুয়ে শুয়ে রাসূলের হাদীস বর্ণনা করি (সুবুলুল হুদা ওয়ার রিশাদ, ১১/৪৪১) হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণের কারণে রাসূলের হাদীসের খুবই সম্মান করার বিষয়ে ইমাম মালিক এবং ইমাম বুখারী رَحۡمَۃُ اللہِ عَلَیْہِمَا এদের নাম তালিকার শীর্ষে হযরত আবু মুসআব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত মালিক বিন আনাস رَحْمَۃُ اللهِ عَلَیْہِ রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাদীসে মুবারাকার আদব সম্মানের কারণে অযু ছাড়া বর্ণনা করতেন না বরং হযরত মুতার্রিফ বিন আব্দুল্লাহ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট যখন লোকেরা কিছু জানার জন্য আসতেন তখন তাঁর খাদেমা (দাসী) তাঁর হুজরা থেকে বের হয়ে জিজ্ঞাসা করতো যে, হাদীস শরীফ জানার জন্য এসেছেন নাকি ফিকহার মাসআলা? যদি সে বলতো যে, ফিকহার মাসআলা জানার জন্য এসেছে তখন হযরত ইমাম মালিক رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সাথে সাথেই বাইরে বের হয়ে আসতেন আর যদি সে বলতো যে, হাদীস শরীফ শুনার জন্য এসেছে, তবে তিনি প্রথমে গোসল করে সুগন্ধি লাগাতেন, অতঃপর পোষাক পরিবর্তন করে বের হতেন, তাঁর আসন বসানো হতো, যার উপর তিনি অত্যন্ত বিনয় নম্র হয়ে বসে হাদীস শরীফ বর্ণনা করতেন এবং মজলিশের শুরু থেকে শেষ পর্যন্ত সুগন্ধি আগরবাতি জ্বালাতেন আর এই আসনটি শুধুমাত্র হাদীস শরীফ বর্ণনা করার জন্যই নির্দিষ্ট করা হয়েছিলো, যখন তাঁকে এর কারণ জিজ্ঞাসা করা হলো তখন তিনি বললেন: اُحِبُّ اَنْ اُعَظِّمَ حَدِيْثَهُ صّلَّى اللهُ عَلِيْهِ وَسَلَّمَআমি এভাবেই রাসুলুল্লাহ্ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাদীসে পাকের সম্মান করা পছন্দ করি (সুবুলুল হুদা ওয়ার রিশাদ, ১১/৪৪২)

    এমনি ভাবে ইমাম বুখারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ হাদীসে পাকের আদব সম্মানের দিকে বিশেষ নজর দিতেন, হাদীসে মোবারকের হৃদয়গ্রাহী মনোমুগ্ধকর মুক্তো বুখারী শরীফের সুতোয় গাঁথার পদ্ধতি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে ইমাম বুখারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ স্বয়ং বলেন: مَا كَتَبْتُ فِىْ كِتَابِ الصَّحِيْحِ حَدِيْثًا اِلَّا اِغْتَسَلْتُ قَبْلَ ذٰلِكَ وَ صَلَّيْتُ رَكْعَتَيْنِ অর্থাৎ আমি বুখারী শরীফের প্রতিটি হাদীস শরীফ লিখার পূর্বে অযু করে দুরাকাত নামায অবশ্যই পড়তাম

(মুকাদ্দামা ফতহুল বারী, আল ফসলুল আউয়াল ফি বয়ানুল সবব, /১০)

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো, আমাদের বুযুর্গানে দ্বীনগণ رَحِمَہُمُ اللهُ السَّلَام রাসূলে আকরাম, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কিরূপ সম্মান করেছেন যে, হযরত