Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নামে পাক শুনে নিজের বৃদ্ধাঙ্গুলে চুমু দেয়াও জায়িয এবং বরকত অর্জনের মাধ্যম সুতরাং আমাদেরও উচিৎ, যখনই হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মোবারক নাম পড়া বা শুনা হয় তবে সম্মানের নিয়্যতে বৃদ্ধাঙ্গুলী চুমু দিয়ে চোখে লাগানো এবং তাঁর পবিত্র সত্তার প্রতি দরূদ শরীফ পাঠ করা

নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলী চুম্বন করার ফযীলত

    ফতোওয়ায়ে শামীতে রয়েছে: যখন মুয়াজ্জিন اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ বলে তখন মুস্তাহাব হলো, শ্রবণকারী বলবে صَلَّى اللهُ عَلَيْكَ يَا رَسُوْلَ اللهِএবং যখন দ্বিতীয়বার এই বাক্য শুনবে তখন এরূপ বলবে قُرَّتُ عَيْنِى بِكَ يَا رَسُوْلَ اللهِ اللّٰهُمَّ مَتِّعْنِى بِالسَّمْعِ وَالْبَصَرِএবং বৃদ্ধাঙ্গুলী চুম্বন করে চোখের সাথে লাগাবে, এরূপ আমলকারীকে নবীয়ে করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজের সাথে জান্নাতে নিয়ে যাবেন তাছাড়া আল্লামা শামী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কিতাবুল ফিরদাউসের সনদ দিয়ে নবীয়ে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর এই বাণীটি উদ্ধৃত করেন: যে ব্যক্তি আযানে اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَّسُوْلُ اللهِ শ্রবণ করে নিজের বৃদ্ধাঙ্গুলীর নখে চুমু খাবে, আমি এরূপ ব্যক্তিদের নেতৃত্ব দিবো এবং তাদের জান্নাতিদের সারিতে প্রবেশ করাবো (দুররে মূখতার ওয়া রুদ্দুল মুহতার, /৮৪)

    একবার লা হযরত, ইমামে আহলে সুন্নাত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর দরবারে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলী চুমু দেয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি যে উত্তর দেন তার সারমর্ম হচ্ছে: অবশ্যই চুমু দেয়া উচিৎ বরং বিশেষ করে আযানের সময় তো অবশ্যই হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর পবিত্র নাম শুনে বৃদ্ধাঙ্গুলী চুমু দেয়া ওলামায়ে কিরামগণ رَحِمَہُمُ اللهُ السَّلَام মুস্তাহাব বলেছেন এবং এই বিশেষ মুহুর্তে আঙ্গুল চুমু দেয়ার আদেশ হাদীসে পাকেও বর্ণিত রয়েছে তবে নামাযে বা খুতবার সময় কুরআন তিলাওয়াতের সময় নাম মোবারক শুনে বৃদ্ধাঙ্গুলী চুমু দেয়া নিষেধ রয়েছে (ফতোয়ায়ে রযবীয়া, ২২/৩১৫, সংক্ষেপিত)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد