Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

মানসিকতা সৃষ্টি করা হয় যে, আমাদের প্রতিটি কাজ সুন্নাত অনুযায়ী করা পানাহার পরিধান, চলাফেরা করা প্রত্যেক কাজ সুন্নাত অনুযায়ী করা, যেমনকি শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর প্রদত্ত ৭২টি নেক আমলএর মধ্যে হতে ২৯ নম্বরে রয়েছে যে, আপনি কি আজ সুন্নাত অনুযায়ী পানাহার করেছে এবং পানাহারের পূর্বে পরে দোয়া পাঠ করেছেনসুতরাং আমাদের উচিৎ, সর্বদা এই মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা এবং যেলী হালকার ১২টি মাদানী কাজেও সামনে আগ্রসর হয়ে নিয়মিত অংশগ্রহণ করা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হাদীসে পাকের সম্মান

    প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণের একটি দিক এটাও যেপ্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর হাদীস শরীফ যা তাঁর মোবারক বাণী কাজের অন্তর্ভূক্ত, এরও খুবই আদব করা হাদীসে মুবারাকা পড়তে, লিখতে, শুনতে এবং বয়ান করার সময় সম্মানের প্রতি সজাগ দৃষ্টি রাখা, সাহাবায়ে কিরামগণ عَلَیۡہِمُ الرِّضۡوَان রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানে হাদীসে পাককেও খুবই আদব সম্মান করতেন যেমনটি হযরত আলীউল মুরতাদা رَضِیَ اللهُ عَنْہُ থেকে বর্ণিত: যখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কথা বলতেন তখন উপস্থিতিরা এমনভাবে মাথা নত করে নিতেন যেন তাদের মাথায় পাখি বসে আছে

(শামাইলে মুহাম্মদীয়া লিত তিরমিযী, ১৯৮ পৃষ্ঠা, হাদীস: ৩৩৪)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! সাহাবায়ে কিরামগণ عَلَیۡہِمُ الرِّضۡوَان ছাড়াও অপরাপর পূর্ববর্তী বুযুর্গানে দ্বীনরাও رَحِمَہُمُ اللهُ السَّلَام হাদীসে পাকের খুবই সম্মান করতেন। যেমনটি একবার হযরত সাইয়িদ বিন মুসাইয়িব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর নিকট এক ব্যক্তি উপস্থিত হলো এবং হাদীসে পাক সম্পর্কে জিজ্ঞাসা করতে লাগলেন, হযরত সাইয়িদ বিন মুসাইয়িব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যেহেতু শুয়ে ছিলেন, তাড়াতাড়ি উঠে বসে গেলেন এবং হাদীসে পাক বর্ণনা করলেন, সেই ব্যক্তি আরয করলো: আমি চাইছিলাম যে, আপনার যেন উঠার কষ্ট করতে না হয়। তিনি বললেন: اِنِّىْ كَرِهْتُ اِنْ اُحَدِّثَكَ عَنْ رَّسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاَنَا مُضْطَجِعٌ অর্থাৎ আমার