Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

সাইয়িদ বিন মুসাইয়িব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ শুয়ে শুয়ে হাদীসে পাক বর্ণনা করতেন না, এমনিভাবে ইমাম মালিক ইমাম বুখারী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর মতো মহান বুযুর্গানে দ্বীনদের আদবের চেতনাও এমন ছিলো যে, হাদীস পাক লিখার পূর্বে গোসল করে নফল নামায আদায় করতেন, হাদীসে পাক বর্ণনা করার পূর্বে গোসল করতেন, উত্তম পোষাক পরিধান করতেন, সুগন্ধি লাগাতেন এবং হাদীসে পাক বর্ণনা করার জন্য একটি বিশেষ আসন ব্যবহার করতেন আর হাদীসে পাকের সম্মানের দিকে বিশেষ নজর রাখতেন, যদিওবা কুরআন হাদীসে পাকে কোথাও বলা হয়নি যে, হাদীসে পাক শুয়ে শুয়ে বর্ণনা করা যাবে না, আর এটাও বলা হয়নি যে, হাদীসে পাক লিখার জন্য এবং বর্ণনা করার জন্য পূর্বে অযু বা গোসল করে নফল নামায আদায় করো, সুগন্ধি লাগাও, নতুন কাপড় পরিধান করো এবং বিশেষ আসনে বসেই হাদীসে পাক বর্ণনা করো ইত্যাদি ইত্যাদি, কিন্তু তারপরও হযরত সাইয়িদ বিন মুসাইয়িব, হযরত ইমাম মালিক এবং হযরত ইমাম বুখারী رَحِمَہُمُ اللهُ السَّلَام এদের মতো জলিলুল কদর ব্যক্তিত্বরা যেহেতু শরীয়াতের মাসআলা আক্বীদা এবং এর স্বরূপ সম্পর্কে খুবই ভালভাবে অবগত ছিলেন, যারা আজও দুনিয়ায় পরিচিত তাদের মহত্বের গুনগ্রাহী, সেই মহান মোবারক ব্যক্তিত্বরা শুধু মুস্তফার প্রতি সম্মান প্রদর্শণের কারণেই হাদীসে পাকের সম্মানের এই সকল পদ্ধতি গ্রহণ করেছিলেন আর নিজেদের কাজ দ্বারা এই বিষয়টি ভালভাবে প্রকাশ করে দিয়েছেন যে, মুস্তফার প্রতি সম্মান প্রদর্শণের সকল রীতিনীতির জন্য আল্লাহ পাক রাসূলে আকরাম  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আলাদা কোন হুকুমের আবশ্যকতা নেই বরং সকল সেই জায়িয উত্তম পদ্ধতি অনুসরন করা, যাতে প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহত্ব সম্মান প্রকাশ পায়

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণের একটি দিক এটাও যে, যেই জিনিস প্রিয় নবী হুযুর পুরনূর  صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্কিত, তারও সম্মান করা। যেমনটি হযরত আল্লামা কাযী আয়ায মালেকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এসম্পর্কে একটি পরিপূর্ণ অধ্যায় বিন্যাস করে বর্ণনা করেন: এটাও হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মান যে, সেই সকল জিনিস যা হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সাথে সম্পর্ক রাখে, তারও সম্মান করা, মক্কা মুর্কারমা এবং মদীনায়ে তায়্যিবার যেই স্থান সমূহ তিনি মর্যাদাবান