Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

    سُبْحٰنَ الله! মুনিব হলে এমন আর গোলাম হলেও এমন, নিঃসন্দেহে এই ঈমান তাজাকারী ঘটনা থেকে হযরত ওসমান গনী رَضِیَ اللهُ عَنْہُ এর অন্তরে অফুরন্ত ইশকে রাসূল এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি অপরিসীম সম্মানের বিষয়টি জানা যায় যে, কাফেররা তাঁকে একা তাওয়াফ করার প্রস্তাব দিয়েছে, কিন্তু তিনি رَضِیَ اللهُ عَنْہُ সম্মান আদবের চেতনায় প্রিয় নবী, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ছাড়া তাওয়াফ করা কখনোই পছন্দ করলেন না

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

জান্নাতের প্রদীপের পতঙ্গ

    হুদায়বিয়ার সন্ধির এই সময়ে হযরত ওরওয়া বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ (যিনি তখনো ঈমান আনেননি) মক্কার কাফেরদের পক্ষ থেকে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নিকট সন্ধির বিষয়ে আলোচনা করার জন্য আসলে তখন তিনি সাহাবায়ে কিরামদের عَلَیۡہِمُ الرِّضۡوَان হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে যে ধরণের সম্মান করতে দেখলেন, সেই সম্মানের ধরণকে মক্কার কাফেরদের নিকট গিয়ে এই শব্দগুচ্ছ দ্বারা বর্ণনা করেন: আল্লাহ পাকের শপথ! আমি অনেক বাদশাহর দরবারে প্রতিনিধিদল নিয়ে গিয়েছি, আমি কায়সার (অর্থাৎ রোম রাজ্যের বাদশাহ) কিসরা (অর্থাৎ ইরান সাম্রাজ্যের বাদশাহ) নাজ্জাশী (অর্থাৎ আবিসিনিয়ার বাদশাহ) এই সবের দরবারে গিয়েছি, কিন্তু আল্লাহ পাকের শপথ! আমি এমন কোন বাদশাহ দেখিনি যে, তার সাথীরা এভাবে তার সম্মান করছে, যেমনটি হযরত মুহাম্মদ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে সাহাবীরা عَلَیۡہِمُ الرِّضۡوَان সম্মান করছে আল্লাহ পাকের শপথ! যখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم থুথু ফেলেন তখন তাঁর থুথু মোবারক কারো না কারো হাতের তালুতেই হতো, যা তাঁরা তাঁদের চেহারা এবং শরীরে মেখে নেয়, যখন তিনি আপন সাহাবীদের কোন আদেশ দেন তখন সাথেসাথেই তা মান্য করা হয়, যখন তিনি অযু করেন তখন এমন মনে হতো যে, তাঁর সাহাবীগণ অযুর ব্যবহৃত পানি নেওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা আরম্ভ দেয়, যখন তিনি কথা বলেন তখন তাঁরা তাঁর দরবারে নিজের আওয়াজকে অবনমিত রাখতেন এবং আদব সম্মানের কারণে তাঁর দিকে চোখ তুলে তাকাতেন না

(বুখারী, কিতাবুশ শুরুত, বাবুশ শুরুতি ফিল জিহাদ, /২২৩, হাদীস: ২৭৩১)