Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat
এমনই এক ঘটনা হযরত আবু জুহাইফা رَضِیَ اللهُ عَنْہُ তাঁর পিতা হতে বর্ণনা করেন যে, তিনি বলেন: আমি হযরত বিলাল رَضِیَ اللهُ عَنْہُ কে দেখলাম যে, তিনি রাসূলুল্লাহ صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অযুর ব্যবহৃত পানি (একটি পাত্রে) নিলেন, তখন সাহাবায়ে কিরাম عَلَیۡہِمُ الرِّضۡوَان সেই পানি সংগ্রহ করার জন্য ঝাপিয়ে পড়ল, যিনিই সামান্য পরিমান সংগ্রহ করলেন, তিনি তা (নিজের শরীরে) মেখে নিলেন এবং যিনি সংগ্রহ করতে পারলেন না, তিনি অন্য কারো হাত থেকে আদ্রতা অর্জন করে নিলেন।
(বুখারী, কিতাবুস সালাত, বাবুস সালাতি ফিস সাওয়াব, ১/১৫০, হাদীস: ৩৭৬)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! নিশ্চয় সাহাবায়ে কিরামগণ عَلَیۡہِمُ الرِّضۡوَان ইশকে রাসূলে ডুবে যে চমৎকার পদ্ধতিতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মান করেছেন, তা অতুলনীয়। সেই মহান ব্যক্তিত্বরা নিজেদের আচার-আচরণ দিয়ে দুনিয়ার মুসলমানদের এটা দেখিয়ে দিলেন যে, একজন উম্মতকে তার প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কিরূপ আদব ও সম্মান করা উচিৎ। মনে রাখবেন! হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রকাশ্য মোবারক যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত সাহাবায়ে কিরাম عَلَیۡہِمُ الرِّضۡوَان, তাবেঈন, তবে তাবেঈন, ওলামায়ে কিরাম, মুফতীয়ানে কিরাম, বুযুর্গানে দ্বীন رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ এবং সাধারণ মুসলমানগন সর্বত্র প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণ করে আসছেন এবং اِنۡ شَآءَ الله কিয়ামত পর্যন্ত করতেই থাকবে আর কেনইবা করবে না যে, নবীর প্রতি সম্মান প্রদর্শণ করা তো ঈমানের জন্য খুবই জরুরী। কোরআনে করীমে আল্লাহ পাক ইরশাদ করেন:
اِنَّاۤ اَرْسَلْنٰكَ شَاهِدًا وَّ مُبَشِّرًا وَّ نَذِیْرًاۙ(۸) لِّتُؤْمِنُوْا بِاللّٰهِ وَ رَسُوْلِهٖ وَ تُعَزِّرُوْهُ وَ تُوَقِّرُوْهُؕ-وَ تُسَبِّحُوْهُ بُكْرَةً وَّ اَصِیْلًا(۹)
(পারা ২৬, আল ফাতাহ, আয়াত ৮-৯)
কানযুল ঈমান থেকে অনুবাদ: নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি হাযির নাযির (উপস্থিত প্রত্যক্ষকারী) এবং সুসংবাদদাতা ও সতর্ককারী করে; যাতে হে লোকেরা! তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের উপর ঈমান আনো এবং রাসূলের মহত্ব বর্ণনা ও (তাঁর প্রতি) সম্মান প্রদর্শন করো আর সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো।