Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

    সদরুশ শরীয়া, বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মোবারক হচ্ছে; মুহাম্মদ আহমদ এবং প্রকাশ্য যে, এই দুটি নাম স্বয়ং আল্লাহ পাকেই তাঁর মাহবুব صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জন্য নির্বাচিত করেছেন, যদি এই দুটি নাম আল্লাহ পাকের নিকট অত্যধিক পছন্দনীয় না হতো, তবে নিজের প্রিয় হাবীবের জন্য পছন্দ করতেন না

(বাহারে শরীয়াত, /৬০১)

মুহাম্মদ নাম রাখলে তার সম্মানও করো

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আমাদের উচিৎ, হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানার্থে তাঁর নাম মোবারকেরও সম্মান আদব করা কেননা, এর উৎসাহ স্বয়ং হাদীসে পাকেও বর্ণনা করা হয়েছে যেমনটি হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اِذَا سَمَّيْتُمُ الْوَلَدَ مُحَمَّدًا فَاَكْرِمُوْه অর্থাৎ যখন তোমরা কোন শিশুর নাম মুহাম্মদ রাখো তবে তার সম্মান করো

(কানযুল উম্মাল, কিতাবুন নিকাহ, কসমুল আকওয়াল, ১৬তম অংশ, /১৭৩, হাদীস: ৪৫১৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেক আমল নম্বর ২৯ এর উৎসাহিত

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা শুনলেন তো! সত্যিকার আশিকানে রাসূলের অন্তরে প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণের চেতনা কিরূপ ভরে থাকে, তারা প্রিয় মুস্তফার প্রতি সম্মান প্রদর্শণের কারণে অযু ছাড়া প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নাম উচ্চারণ করাও আদবের পরিপন্থী মনে করে, সুতরাং যদি আমরাও চাই, আমাদেরও সত্যিকার আদব করা নসীব হয়ে যাক, তবে আমাদের উচিৎ, উত্তম সঙ্গ অবলম্বন করা, اَلْحَمْدُ لِلّٰہِ বর্তমানে দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশ আমাদের জন্য নেয়ামতের চেয়ে কম নয়, এই মাদানী পরিবেশে দ্বীন ও দুনিয়ার অসংখ্য মঙ্গল ছাড়াও খোদাভীরুতা এবং প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণ করার দৌলতও নসীব হয়, নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم কে ভালোবাসা ও সম্মান প্রদর্শনের দাবি এটাও রয়েছে যে তাঁর সুন্নাতের উপর আমল করা দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশে সুন্নাত শিক্ষা অর্জন ও শিক্ষা দেয়া হয় ও সুন্নাতের প্রতি আমলের খুব উৎসাহ করা হয় আর