Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

হযরত আলী رَضِیَ اللهُ عَنْہُ নিজের নামাযের বিষয়ে আরয করলেন, তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আদেশ করলেন, আর ডুবন্ত সূর্য আবার ফিরে আসলো, হযরত সায়্যিদুনা আলী رَضِیَ اللهُ عَنْہُ নামায আদায় করলেন অতঃপর ডুবলো, থেকে প্রমাণিত হলো, উত্তম ইবাদত নামায তাও সালাতুল উসতা অর্থাৎ আসরের নামায হযরত মাওলা আলী رَضِیَ اللهُ عَنْہُ প্রিয় নবী, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর ঘুমের জন্য কুরবান করে দিলেন

(বাহারে শরীয়াত, ১ম অংশ, /৭৪, সংক্ষেপিত)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এই মাত্র আমরা বাহারে শরীয়াতের আলোকে হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণ করা সম্পর্কে দ্বীন ইসলামের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আকীদা শ্রবণ করলাম যে, “হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণ করা অর্থাৎ মহত্বের বিশ্বাস ঈমানের অংশ ঈমানের শর্ত এবং ঈমানের পর সম্মান প্রদর্শন করা সকল ফরয থেকে বেশি উত্তম সুতরাং আমাদের উচিৎ, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণের প্রদীপ নিজের অন্তরে সর্বদা প্রজ্জলিত রাখা এবং এর জন্য শুধুমাত্র উত্তম আকীদা পোষণকারী লোকদের সহচর্য গ্রহণ করা মনে রাখবেন! হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণের চেতনা ঈমান হিফাযতের ভাবনা নিজের অন্তরে সৃষ্টি করতে যেমনিভাবে উত্তম আকীদা পোষণকারী লোকদের সহচর্য গ্রহণ করা আবশ্যক তেমনিভাবে ইলমে দ্বীন অর্জন করা অতীব জরুরী

    প্রিয় ইসলামী ভাইয়েরা! হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণের একটি দিক এটাও যে, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আলোচনা শুনার সৌভাগ্য নসীব হলে, অত্যন্ত আদবের সহকারে শ্রবন করা, যেমনকি মাকতাবাতুল মদীনার কিতাব বাহারে শরীয়তএর ১ম খন্ডের ৭৫ পৃষ্ঠায় রয়েছে: যখনই হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আলোচনা আসে তবে একেবারে বিনয় নম্রতা সহকারে শুনুন (বাহারে শরীয়াত, ১ম অংশ, /৭৫) সুতরাং আমাদেরও উচিৎ, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আলোচনার সময় সর্বদা আদবের প্রতি দৃষ্টি রাখবো এবং প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আলোচনার সময় ভালবাসা ভক্তি সহকারে দরূদ শরীফও পাঠ করা যে, এটা বরকত লাভের মাধ্যম এবং অসংখ্য প্রতিদান সাওয়াব লাভের উপায়