Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat
আল্লাহ পাকের এক হাজার নাম রয়েছে এবং নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এরও এক হাজার নাম রয়েছে। ইবনে ফারেস থেকে বর্ণিত, নবী করীম, রউফুর রহীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর নাম মোবারক দুই হাজারেরও বেশি। এর মধ্যে প্রতিটি নাম তাঁর জীবনী ও চরিত্রের কোন না কোন অংশকে প্রকাশ করে। (মাতালিউল মার্সারাত (অনুদিত), ১৯৩ পৃষ্ঠা, সংক্ষেপিত) আ’লা হযরত ইমাম আহমদ রযা খান رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর জাতি নাম হচ্ছে দু’টি, পুর্ববর্তী কিতাবে তাঁর নাম ‘احمد’ এবং কুরআনে করীমে ‘محمد’ আর হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসংখ্য গুনবাচক নাম রয়েছে। (মলফুযাতে আ’লা হযরত, ৯৬ পৃষ্ঠা, সংক্ষেপিত)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
প্রিয় ইসলামী ভাইয়েরা! اِنۡ شَآءَ الله আজ আমরা তা’যীমে মুস্তফা অর্থাৎ- হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণের বিভিন্ন ঘটনা শ্রবণ করার সৌভাগ্য অর্জন করবো এবং এটাও শুনবো যে, কুরআন ও হাদীসে মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণ সম্পর্কে কি কি বর্ণিত হয়েছে। আসুন সর্ব প্রথমে একটি ঈমান তাজাকারী ঘটনা শ্রবণ করি।
অনন্য ভালবাসা ও অনুকরণীয় সম্মান প্রদর্শণ
মাকতাবাতুল মদীনার কর্তৃক প্রকাশিত অনেক সুন্দর ও মহান কিতাব “সীরাতে মুস্তফা” এর ৩৪৬ পৃষ্ঠায় রয়েছে: ৬ষ্ঠ হিজরীর যিলকদ মাসে হুযুরে আকরাম, صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم চৌদ্দ হাজার (১৪০০০) সাহাবায়ে কিরামদের رَضِیَ اللهُ عَنْہُمْ সাথে ওমরার ইহরাম বেঁধে মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলেন। হুযুরে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আশংকা ছিলো যে, হয়তো মক্কার কাফেররা আমাদেরকে ওমরা আদায় করতে বাঁধা প্রদান করবে, একারণেই হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم পূর্বেই খুযাআ গোত্রের এক ব্যক্তিকে মক্কায় পাঠিয়ে দিলেন, যেন তিনি মক্কার কাফেরদের মনোভাবের সংবাদ নিয়ে আসে। যখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর কাফেলা আসফান নামক স্থানের নিকটবর্তী পৌঁছলো তখন সেই ব্যক্তি সংবাদ নিয়ে আসলো, মক্কার কাফেররা আরবের সকল গোত্রকে জমা করে একথা জানিয়ে দিলো যে, মুসলমানদের কোন অবস্থাতেই মক্কায় প্রবেশ করতে দেয়া যাবে না। সুতরাং হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم রাজপথ ছেড়ে সফর শুরু করলেন এবং সাধারণ পথ ছেড়ে অগ্রসর হলেন