Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

পরিচয় চমৎকার বিষয় সম্বলিত ইসলামী কলামগুলো এই ওয়েব সাইটে সংযুক্ত করা হয় যদি আপনিও দাওয়াতে ইসলামীর দ্বীনি কাজের সাথে আপডেট থাকতে চান, তাহলে দিন-রাত বিভাগে প্রতিদিনের ওয়ায়েব সেট www.news.dawateislami.net পরিদর্শন করুন

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বয়ানকে শেষের দিকে নিতে গিয়ে সুন্নাতের ফযীলত কিছু সুন্নাত আদব বর্ণনা করার সৌভাগ্য অর্জন করছি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেনযে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে (ইবনে আসাকির, ৯ম খন্ড, ৩৪২ পৃষ্ঠা)

 

সিনা তেরী সুন্নাত কা মাদীনা বানে আকা

জান্নাত মে পড়ুসি মুজে তুম আপনা বানানা

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

আংটি পরিধান করার সুন্নাত ও আদব  

    প্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন! শায়খে তরীকত আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکاتُہُمُ الْعَالِیَہ এর লিখিত পুস্তিকা১৬৩ মাদানী ফুলথেকে আংটি- কিছু সুন্নাত আদব শ্রবণ করি

    * পুরুষের জন্য স্বর্ণের আংটি পরিধান করা হারাম আল্লাহ পাকের রহমত হয়ে দুনিয়ার আগমনকারী প্রিয় নবী صَلَّی اللہُ تَعَالٰی عَلَیۡہِ وَاٰلِہٖ وَسَلَّم স্বর্ণের আংটি পরিধান করা থেকে নিষেধ করেছেন (বুখারী, ৪র্থ খন্ড, ৬৭ পৃষ্ঠা, হাদীস: ৫৮৬৩) * (অপ্রাপ্তবয়ষ্ক) ছেলেকে স্বর্ণ-রৌপ্যের অলংকার পরানো হারাম যে ব্যক্তি পরাবে সে গুনাহ্গার হবে (বাহারে শরীয়াত, ৩য় খন্ড, ৪২৮ পৃষ্ঠা দুররে মুখতার রদ্দুল মুহতার, ৯ম খন্ড, ৫৯৮ পৃষ্ঠা) * লোহার আংটি জাহান্নামীদের অলংকার

(তিরমিযী, /৩০৫, হাদীস: ১৭৯৩)

ঘোষাণা

    আংটি পরিধানের অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়তি হালকায় বয়ান করা হবে, সুতরাং এগুলো জানার জন্য তরবিয়াতী হালকাতে অবশ্যয় অংশ গ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد