Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat
মনে রাখবেন! ভাই দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাঁর পবিত্র সত্তা অর্থাৎ আমাকে সম্মান ও শ্রদ্ধা করো, হুযুরে صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم নিজেকে ভাই বলা ছিলো বিনয় ও নম্রতার কারণে।
প্রিয় ইসলামী ভাইয়েরা! আপনারা দেখলেন তো! সাহাবায়ে কিরামগণ عَلَیۡہِمُ الرِّضۡوَان মুস্তফার প্রতি সম্মান প্রদর্শণের কোন সুযোগই হাত ছাড়া হতে দিতেন না এবং বিভিন্ন পদ্ধতিতে প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর আদব ও সম্মান করতেন, তাছাড়া প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ও তাঁদের নিষেধ করতেন না, কিন্তু যখনই সম্মান সূচক সিজদার বিষয় আসলো তখন হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم তাঁদের নিষেধ করলেন। আসুন! বিভিন্ন আঙ্গিকে প্রিয় মুস্তফার প্রতি সম্মান প্রদর্শণের যে সুন্দর ভঙ্গিতে সাহাবায়ে কিরামগন عَلَیۡہِمُ الرِّضۡوَان এবং তাঁদের পদাঙ্ক অনুসরনকারী বুযুর্গানে দ্বীনরা رَحِمَہُمُ اللہُ الْمُبِيْن করে গেছেন আর নিজেদের বাণী ও কর্মের মাধ্যমে আমাদের শিখিয়েছেন, সে সম্পর্কে আরো কিছু ঘটনা শ্রবণ করি এবং তা থেকে মাদানী ফুল সংগ্রহ করি।
ঈমানের পর হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণ করা সর্বপ্রথম বিষয়
প্রিয় ইসলামী ভাইয়েরা! প্রিয় মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর প্রতি সম্মান প্রদর্শণের একটি দিক এটাও যে, ঈমানের পর সকল বিষয় থেকে এমনকি ফরয ও ওয়াজীব থেকে বেশি নবী করীম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মানের প্রতি লক্ষ্য রাখা চাই, যেমনটি সদরুশ শরীয়া, বদরুত তরিকা হযরত আল্লামা মাওলানা মুফতী মুহাম্মদ আমজাদ আলী আযমী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বাহারে শরীয়াতে বলেন: হুযুর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর সম্মান অর্থাৎ মহত্বের বিশ্বাস ঈমানের অংশ ও ঈমানের শর্ত ও ঈমানের ভিত্তি এবং ঈমানের পর সম্মান প্রদর্শন করা সকল ফরয থেকে বেশি।
এই হাদীসে মোবারাকা দ্বারা এর গুরুত্বের অনুধাবন করুন যে, খায়বর যুদ্ধ থেকে ফেরার পথে ছাহবা নামক স্থানে প্রিয় নবী, হুযুর পুরনূর صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আসরের নামায আদায় করে হযরত মাওলা আলী كَرَّمَ الله وَجْهَهُ الْكَرِيْمِ এর কোলে মাথা মোবারক রেখে আরাম করছিলেন, হযরত মাওলা আলী كَرَّمَ الله وَجْهَهُ الْكَرِيْمِ আসরের নামায তখনো আদায় করেননি, তিনি দেখছিলেন যে, সময় শেষ হয়ে যাচ্ছে, কিন্ত কোল নাড়লে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে এই খেয়ালে নড়লেনও না, এমনকি সুর্য ডুবে গেল, পবিত্র চক্ষু মোবারক খুলতেই