Tazeem e Mustafa Kay Waqiaat

Book Name:Tazeem e Mustafa Kay Waqiaat

* ইলম শিখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো * আদব সহকারে বসবো * বয়ান চলাকালিন উদাসীনতা থেকে বেঁচে থাকবো * নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো * যা শুনবো অপরের নিকট পৌঁছানোর চেষ্টা করবো

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

অযু বিহীন মুহাম্মদ নাম নিতো না এমন বুযুর্গ

    মাকতাবাতুল মদীনার কর্তৃক প্রকাশিত ৪৭২ পৃষ্ঠা সম্বলিত কিতাব দরূদ সালামের পুষ্পধারাএর ৩৬৪ পৃষ্ঠায় রয়েছেপ্রসিদ্ধ বাদশাহ সুলতান মাহমুদ গযনবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ একজন মহান আলিম নামায রোযার পরিপূর্ণ অনুসারী ছিলেন এবং নিয়মিতভাবে কুরআনে পাকের তিলাওয়াত করতেন তিনি সারা জীবন দ্বীন ইসলামের হুকুম আহকাম অনুযায়ী জীবন অতিবাহিত করেছেন তিনি رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বীর সাহসী হওয়ার পাশাপাশি ইশকে রাসূল صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর মহান মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন তাঁর অনুগত গোলাম আয়াজ এর একটি ছেলে ছিলো যার নাম ছিলো মুহাম্মদ হযরত মাহমুদ গযনবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ যখনই সেই ছেলেকে ডাকতেন, তখনি তার নাম ধরে ডাকতেন, একদিন তিনি স্বভাব বিরুদ্ধ ভাবে তাকে হে ইবনে আয়ায (হে আয়াযের সন্তান)! বলে ডাকলেন আয়ায মনে করলো যে, সম্ভবত বাদশাহ আজ অসন্তুষ্ট, এজন্যে আমার ছেলেকে নাম ধরে ডাকলেন না, তিনি দরবারে উপস্থিত হয়ে আরয করলেন: হুযুর! আমার সন্তানের কি আজ কোন ভুল-ভ্রান্তি হয়েছে, যার কারণে আপনি তার নাম ধরে না ডেকে ইবনে আয়ায বলে ডেকেছেন? সুলতান মাহমুদ গযনবী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বললেন: আমি নামে মুহাম্মদের প্রতি সম্মানের কারণে তোমার ছেলের নাম অযু ছাড়া নিইনি কেননা, তখন আমি অযু অবস্থায় ছিলাম না, এজন্যই মুহাম্মদ শব্দটি অযু ছাড়া উচ্চারণ করা ভাল মনে করিনি

(রুহুল বয়ান, /১৮৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

হুযুরের নাম মোবারক

    প্রিয় ইসলামী ভাইয়েরা! এমনিতে তো প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর অসংখ্য নাম মোবারক রয়েছে। হযরত আল্লামা মুহাম্মদ মাহদী ফাসী মালেকী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: