Book Name:Husn e Zan Ki Barkatain
খাবার নষ্ট করার বেদনাদায়ক দৃশ্য, থালাতে বেঁচে যাওয়া সামান্য পরিমাণ খাবার, পেয়ালা, হাড়ি পাতিলের বেঁচে যাওয়া ঝোল, প্লেটে বেঁচে যাওয়া তরকারী এবং রুটির বেঁচে যাওয়া ব্যবহার যোগ্য পার্শ্ব ও টুকরা দ্বিতীয়বার ব্যবহার করার মন-মনসিকতা অধিকাংশ লোকের নেই বললেই চলে। এভাবে অনেক বেঁচে যাওয়া খাবার সাধারণত ডাস্টবিনে (Dust Bin) ফেলে দেওয়া হয়, অথচ এটা অপচয়। এ কারণে আজ পর্যন্ত যতটুকু অপচয় করা হয়েছে তার থেকে তাওবা করে নিন এবং আগামীতে একটি কণা বা একফোটা ঝোলও যেন অপচয় না হয় এর জন্য প্রতীজ্ঞা করুন। স্মরণ রাখবেন! এ ধরণের অপচয়, যা দ্বারা সম্পদ নষ্ট হয় এটা হারাম ও জাহান্নামে নিয়ে যাওয়ার মতো কাজ।
এমনিভাবে গ্লাসের মধ্যে মুসলমানের পরিস্কার পরিচ্ছন্ন বেঁচে যাওয়া পানি বা ওই অবশিষ্ট পানীয় ব্যবহার যোগ্য হওয়া সত্ত্বেও ইচ্ছায় অনিচ্ছায় ফেলে না দেওয়া উচিৎ। বর্ণিত রয়েছে; سُؤْرُ الْمُؤمِنِ شِفَاءٌ অর্থাৎ মুসলমানের উচ্ছিষ্টে শিফা রয়েছে। (আল ফাতাওয়াল ফিকহিয়্যাতুল কুবরা লিইবনে হাজর হায়তামী, ৪র্থ খন্ড, ১১৭ পৃষ্ঠা) আমাদের মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট ব্যবহার করার মধ্যে যেখানে শিফার আশা করা যায়, তেমনিভাবে একে অপরের মাঝে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি, ভালোবাসা বৃদ্ধি, অহংকারের মতো রোগ থেকে বাঁচা, নম্রতা ও বিনয়ী সৃষ্টি করার পাশাপাশি গুনাহ থেকে ক্ষমা পাওয়ার সুসংবাদ রয়েছে।
রাসূলে আকরাম صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: বিনয়ের একটি নিদর্শন এটাই, যে ব্যক্তি তার মুসলমান ভাইয়ের বেঁচে যাওয়া পানি পান করে নেয়, আর যে তার ভাইয়ের উচ্ছিষ্ট পানীয় পান করে নেয় তার ৭০টি মর্যাদা বৃদ্ধি করা হয়, ৭০টি গুনাহ ক্ষমা করে দেওয়া হয় এবং তার জন্য ৭০টি নেকী লিখা হয়।
(কানযুল উম্মাল, কিতাবুল আখলাক, ৩য় খন্ড, ৫১-পৃষ্ঠা, হাদিস- ৫৭৪৫)