Husn e Zan Ki Barkatain

Book Name:Husn e Zan Ki Barkatain

    প্রিয় ইসলামী ভাইয়েরা! ফয়যানে সুন্নাত থেকে বর্ণিত এই ঘটনা থেকে জানা গেলো যে, মুসলমানদের প্রতি সুধারণার অনেক বরকত রয়েছে সুধারণা দ্বারা উদ্দেশ্য হলো: সুধারণা করা, ভালো খেয়াল রাখা উদাহরণস্বরূপ অমুক ব্যক্তি অনেক নেককার, আমার মুর্শিদ আল্লাহ পাকের ওলী, আমার নিগরান অনেক নেক আমলকারী ব্যক্তি ইত্যাদি

সুধারণার বরকত সমূহ

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মুসাফিরখানার মালিক ডাকাত দলের প্রতি সুধারণা রেখেছেন, তাদের খুব সেবা-যত্ন করেছেন এবং তাদের উচ্ছিষ্ট খাবার তাবাররুক হিসেবে তার পঙ্গু বাচ্চার শরীরে মালিশ করলেন, তখন আল্লাহ পাক তার সুধারণার বরকতে তার পঙ্গু বাচ্চাকে সুস্থ করে দিলেন এটা সুধারণারই বরকত যে, ডাকাতের পুরো দল তাওবা করে নেকীর রাস্তায় ফিরে এলো, আর তাতে অটল ছিলো হায়! আমাদেরও প্রতিটি মুসলমানের প্রতি সুধারণা রাখার সৌভাগ্য নসীব হয়ে যেতো হায়! নিগরানের প্রতি সুধারণা রাখার সৌভাগ্য নসীব হয়ে যেতো আমীন!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                   صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

    প্রিয় ইসলামী ভাইয়েরা! যেহেতু আমাদের এটা জানা নেই যে, কোন ব্যক্তি আল্লাহর ওলী ও তাঁর নৈকট্যপূর্ণ বান্দা, এই জন্য আমাদের প্রতিটি মুসলমানের উচ্ছিষ্ট খাবারের সম্মান করা উচিৎ। কিন্তু আফসোস! আমাদের সমাজে রীতিমতো অন্যান্য অনেক শরীয়াত বিরোধী প্রথার মতো বেঁচে যাওয়া খাবার ও পানীয় নষ্ট করার প্রবণতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আল্লাহর পানাহ! ফ্যাশন হতে চলেছে। চতুর্দিকে খাবারের অসম্মানের হৃদয় বিদারক দৃশ্য, ঘরোয়া অনুষ্ঠান হোক বা বুযুর্গানে দ্বীনের ফাতিহার তাবাররুক, সেমা মাহফীল হোক বা বিয়ের অনুষ্ঠানে। চতুর্দিকে