Husn e Zan Ki Barkatain

Book Name:Husn e Zan Ki Barkatain

সময় অন্তরে এই নিয়ত থাকতে হবে যে, যাকে আমি সালাম করছি তার ধন-সম্পদ, ইজ্জত সম্ভ্রম সবকিছু আমার হেফাযতে আছে এবং আমি সেগুলোর কোনো কিছুতে হস্তক্ষেপ করা হারাম মনে করি (বাহারে শরীয়ত, /৪৫৯, অংশ ১৬) * দিনে যতবারই দেখা হোক, এক রুম থেকে অন্য রুমে বারবার যাতায়াত করতে হলেও সেখানে উপস্থিত মুসলমানদেরকে সালাম করা সাওয়াবের কাজ *সালাম প্রথমে শুরু করা সুন্নাত * প্রথমে সালামকারী আল্লাহ পাকের নৈকট্যশীল * প্রথমে সালামকারী অহংকার থেকেও মুক্ত যেমন আমাদের প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে প্রথমে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত (শুআবুল ঈমান, /৪৩৩, হাদীস: ৮৭৮৬)

ঘোষণা

    সালাম করার অবশিষ্ট সুন্নাত আদব তরবিয়্যতি হালকায় বর্ণনা করা হবে সুতরাং সেগুলো জানতে তরবিয়্যতি হালকায় অবশ্যই অংশগ্রহণ করুন

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                    صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় পঠিত
৬টি দরূদ শরীফ ২টি দোয়া

 () বৃহস্পতিবার রাতের দরূদ শরীফ:

اَللّٰہُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلٰی سَیِّدِنَامُحَمَّدِنِ النَّبِیِّ الْاُمِّیِّ الْحَبِیْبِ الْعَالِی الْقَدْرِالْعَظِیْمِ الْجَاهِ وَعَلٰی اٰلِہٖ وَصَحْبِہٖ وَسَلِّمْ

          বুযুর্গরা বলেছেন: যে ব্যক্তি প্রত্যেক জুমার রাতে (বৃহস্পতিবার দিবাগত রাত) দরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে মৃত্যুর সময় রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم এর যিয়ারত লাভ করবে এবং কবরে প্রবেশ করার সময় এটাও দেখবে যে, প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপন রহমতপূর্ণ হাতে তাকে কবরে রাখছেন

 (আফযালুস সালাওয়াতি লা সায়্যিদিস সাদাত, ১৫১ পৃষ্ঠা)