Husn e Zan Ki Barkatain

Book Name:Husn e Zan Ki Barkatain

জেনেছি এসবের আলোকে আমাদের উচিত যে, আমাদের মুসলমান ভাইদের সম্পর্কে সর্বদা ভালো ধারণা রাখা এবং কু-ধারণা থেকে বিরত থাকা

নেক আমল নম্বর ৫২

প্রিয় ইসলামী ভাইয়েরা! ৭২টি নেক আমলের উপর আমলকারীদের প্রতি আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ অত্যন্ত খুশি হন এবং তাদেরকে দোয়া দ্বারা ধন্য করেন এই নেক আমলগুলোর মধ্যে একটি হলো নেক আমল নম্বর ৫২: আপনি কি আজ আপনার জিহ্বাকে গুনাহ (অর্থাৎ অপবাদ দেওয়া, মনেকষ্ট দেওয়া, গালিগালাজ ইত্যাদি) থেকে বাঁচিয়েছেন?

এটি এমন একটি নেক আমল, যার উপর আমল করার বরকতে আমরা আমাদের জিহ্বাকে অনেক গুনাহ থেকে বাঁচানোর ক্ষেত্রে সফল হতে পারি মনে রাখবেন! জিহ্বাকে ঠিক রাখা, মিথ্যা, গীবত, চোগলখুরি, গালিগালাজ থেকে এটিকে বাঁচানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ পাকও জিহ্বাকে সংযত রাখার নির্দেশ দিয়েছেন মনে রাখা দরকার যে, জিহ্বার হেফাযত সমস্ত কল্যাণের মূল অতএব, আমাদের এই নেক আমলটির উপর আমল করে জিহ্বার হেফাযত করা উচিত আল্লাহ পাক আমাদেরকে ৭২টি নেক আমল পালনের তাওফীক দান করুক

সালাম করার সুন্নাত এবং আদব

্রিয় ইসলামী ভাইয়েরা! আসুন, আমরা শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর পুস্তিকা "১০১ মাদানী ফুল" থেকে সালাম করার সুন্নাত এবং আদব শুনি: * মুসলমানের সাথে সাক্ষাত করার সময় তাকে সালাম করা সুন্নাত * মাকতাবাতুল মদীনার কিতাব "বাহারে শরীয়ত" তৃতীয় খণ্ডের ৪৫৯ পৃষ্ঠায় লেখা একটি অংশের সারাংশ হলো: সালাম করার