Book Name:Husn e Zan Ki Barkatain
সালাম করার অবশিষ্ট সুন্নাত এবং আদব
প্রথমে সালামকারীর উপর ৯০টি রহমত এবং উত্তরদাতার উপর ১০টি রহমত অবতীর্ণ হয়। (কিমিয়ায়ে সাআদাত, ১/৩৯৪) * اَلسَّلامُ عَلَیْکُمْ বললে ১০টি নেকী পাওয়া যায়। এর সাথে وَرَحْمَۃُ الله বললে ২০টি নেকী পাওয়া যায় এবং وَبَرَکاتُہ যোগ করলে ৩০টি নেকী পাওয়া যায়। * কিছু লোক সালামের সাথে "জান্নাতুল মাকাম" এবং "দোযখুল হারাম" এর মতো শব্দ যোগ করে দেয়, এটি ভুল পদ্ধতি। বরং কিছু বেপরোয়া লোক ( مَعَاذَ الله) এমন কথাও বলে দেয়: "আপনার বাচ্চারা আমাদের গোলাম।"* সালামের উত্তর অবিলম্বে এবং এতটুকু আওয়াজে দেওয়া ওয়াজিব, যেন সালামকারী শুনতে পায়। * সালাম এবং জবাবের সঠিক উচ্চারণ মুখস্থ করে নিন। প্রথমে আমি বলি, আপনারা শুনে পুনরাবৃত্তি করুন: اَلسَّلامُ عَلَیْکُمْ এখন প্রথমে আমি জবাব শোনাই, তারপর আপনি এটি পুনরাবৃত্তি করুন: وَعَلَیکُمُ السَّلام।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
বদ-অভ্যাস থেকে মুক্তির দোয়া
দাওয়াতে ইসলামী'র সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার শিডিউল অনুযায়ী "বদ-অভ্যাস থেকে মুক্তির দোয়া" মুখস্থ করানো হবে। সেই দোয়াটি হলো:
اَللّٰهُمَّ اِنِّیْ اَعُوْذُبِکَ مِنْ مُنْکَرَاتِ الْاَخْلَاقِ وَالْاَعْمَالِ وَالاَھْوَاءِ
অনুবাদ: হে আল্লাহ! আমি মন্দ স্বভাব, মন্দ কাজ এবং মন্দ আকাঙ্ক্ষা থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি। (ফয়যানে দোয়া, পৃষ্ঠা ২৭৭)
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد