Husn e Zan Ki Barkatain

Book Name:Husn e Zan Ki Barkatain

صَلُّوْا عَلَی الْحَبِیْب!              صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ইসরাঈলী ইবাদত পরায়ণ গুনাহগার

    বনী ইসরাঈলের এক ব্যক্তি অনেক বড় গুনাহগার ছিলো একবার অনেক বড় ইবাদত পরায়ণের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিলো, যার উপর মেঘের ছাঁয়া ছিলো ওই গুনাহগার ব্যক্তি মনে মনে চিন্তা করলো; আমি বনী ইসরাঈলের সর্বশ্রেষ্ঠ গুনাহগার, আর ইনি অনেক বড় ইবাদত পরায়ণ লোক যদি আমি তার পাশে বসি তবে আশা করা যায় যে, আল্লাহ পাক আমার উপর দয়া করবেন এটা চিন্তা করে সে ওই আবিদের পাশে বসে গেলো আবিদ তার বসাটা পছন্দ করলোনা সে মনে মনে ভাবলো: কোথায় আমি একজন ইবাদত পরায়ণ, আর কোথায় এই নিম্ন পর্যায়ের গুনাহগার, সে আমার পাশে কিভাবে বসতে পারে অতঃপর সে খুবই হীনমন্যতার সাথে ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বললেন: এখান থেকে উঠে যাও, ওই মূহুর্তে আল্লাহ পাক সে সময়ের নবীর উপর ওহী পাঠালেন যে, ওই দুইজনকে বলে দাও, তারা যেন তাদের আমল নতুন করে শুরু করে আমি ওই গুনাহগারকে (সুধারণার ফলে) ক্ষমা করে দিয়েছি, আর ইবাদত পরায়ণ ব্যক্তিকে (তার অহংকারের কারণে) তার আমল বিনষ্ট করে দিয়েছি (ইহ্ইয়াউল উলুম, /৪২৯)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                  صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ধারণার সংজ্ঞা

    প্রিয় ইসলামী ভাইয়েরা! মনে রাখবেন! প্রত্যেক ওই ধারণা, যা কোনো প্রকাশ্য নিদর্শনের মাধ্যমে অর্জিত হয়, তাকে ধারণা বলে। যেমন; দূরে ধোঁয়া উঠতে দেখে আগুন থাকার ধারণা আসা, এটা হলো ধারণা(মুফরিদাত ইমাম রাগিব, পৃষ্ঠা ৫৩৯) ধারণা