Husn e Zan Ki Barkatain

Book Name:Husn e Zan Ki Barkatain

মুসাফির মুসাফির খানার মালিক নেককার ছিলেন, তিনি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে তাদের খুব খেদমত করলেন সকালে ওই ডাকাতরা অন্য কোথাও রওয়ানা হয়ে গেলো এবং লুটতরাজ করে সন্ধ্যায় সেখানে ফিরে আসলো গত রাতে মুসাফির খানার মালিকের যে ছেলেটি চলাফেরা করতে অক্ষম ছিলো, আজ সে একদম ভালোভাবে চলাফেরা করছে তারা খুব আশ্চর্য হয়ে মুসাফিরখানার মালিককে জিজ্ঞাসা করলো: এটা কি ওই পূর্ণ পঙ্গু ছেলেটি নয়? সে খুব সম্মানের সাথে উত্তর দিলো: জ্বি, হ্যাঁ! এটা সেই জিজ্ঞাসা করলো: সে কিভাবে সুস্থ হয়ে গেলো? উত্তর দিলো: এগুলো সব আপনাদের মতো আল্লাহর রাস্তায় সফরকারীদের বরকত বিষয়টা হলো এই যে, আপনারা (গতকাল রাতে) যা খেয়েছিলেন তার মধ্যে কিছু অবশিষ্ট ছিলো আমি আপনাদের উচ্ছিষ্ট খাবার শিফার নিয়তে আমার পঙ্গু বাচ্চাকে খাইয়েছি এবং উচ্ছিষ্ট পানি তার শরীরে মালিশ করেছি আল্লাহ পাক আপনাদের মতো নেক বান্দাদের উচ্ছিষ্ট খাবার পানির বরকতে আমার পঙ্গু বাচ্চাকে সুস্থ করে দিলেন যখন ডাকাতেরা এটা শুনলো, তখন তাদের চোখ থেকে অশ্রু বের হয়ে গেলো তারা কাঁদতে কাঁদতে বললো: এগুলো সব আপনার সুধারণারই ফলাফল, অন্যথায় আমরা তো মারাত্মক গুনাহগার শুনুন আমরা আল্লাহর রাস্তার মুসাফির নই, আমরা তো ডাকাত! আল্লাহ পাকের দয়ায় আপনার এই কথা শুনে আমাদের অন্তরের অবস্থা পরিবর্তন হয়ে গেছে আমরা আপনাকে স্বাক্ষী রেখে তাওবা করছি অতঃপর তাওবা করে ওই সব লোকেরা নেকীর পথ অবলম্বন করলো আর শেষ নিঃশ্বাস পর্যন্ত সেই তাওবার উপর অটল ছিলো (কিতাবুল কলইয়ুবী, ২০ পৃষ্ঠা)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد