Book Name:Husn e Zan Ki Barkatain
মারহাবা! মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট অর্থাৎ বেঁচে যাওয়া পানি পান করে নেওয়া বিনয়ী ও নম্রতার নিদর্শন। মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট অর্থাৎ বেঁচে যাওয়া পানি পান করে নেওয়া ৭০টি মর্যাদা বৃদ্ধি পাওয়ার কারণ, মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট অর্থাৎ বেঁচে যাওয়া পানি পান করে নেওয়া ৭০টি গুনাহ মুছে যাওয়ার কারণ, মুসলমান ভাইয়ের উচ্ছিষ্ট ৭০টি নেকী লিখার কারণ।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
হলুদ চেহারা বিশিষ্ট মুচী
হযরত খুলদ বিন আইয়ুব رَحْمَۃُ اللهِ عَلَیْہِ বলেন: “বনী ইসরাঈলের এক আবিদ পাহাড়ের চূড়ায় ৬০ বছর আল্লাহ পাকের ইবাদত করেছিলো। এক রাতে সে স্বপ্নে দেখলো, কোনো বক্তা বলছিলো: অমুক ব্যক্তি তোমার থেকে ইবাদত পরায়ণ বেশি এবং তার পদ-মর্যাদা তোমার থেকে বেশি।
যখন সেই আবিদ ঘুম থেকে জাগ্রত হলো, তখন স্বপ্নের ব্যাপারে চিন্তা করলো। আর নিজেই বলতে লাগলো, এটা তো সাধারণ একটা স্বপ্ন, এটার আর কি নিশ্চয়তা। এই জন্য সে স্বপ্নের প্রতি ভ্রুক্ষেপ করেনি। কিছুদিন পর তাকে পুনরায় একিভাবে বলা হলো: অমুক মুচী তোমার থেকে উত্তম। কিন্তু তিনি এই বারও স্বপ্নের প্রতি মনযোগ দিলেন না। তৃতীয়বার পুনরায় তাকে একিভাবে বলা হলো। বারবার যখন স্বপ্নে ওই মুচীর মর্যাদার ব্যাপারে বলা হলো, তখন সে পাহাড় থেকে নেমে ওই মুচীর কাছে গেলো। মুচী যখন তাকে দেখলো, তখন তার কাজ ছেড়ে দিয়ে সম্মানার্থে দাঁড়িয়ে গেলো এবং খুব বিশ্বাসের সাথে ওই আবিদের হাতে চুমু খেতে লাগলো, তারপর বললো: হুযুর! আপনাকে কোন্ বিষয়টি ইবাদতখানা থেকে বের করতে বাধ্য করলো?