Husn e Zan Ki Barkatain

Book Name:Husn e Zan Ki Barkatain

ওই আবিদ বলতে লাগলো: আমি তোমার কারণে এখানে এসেছি আমাকে বলা হয়েছে যে, আল্লাহ পাকের দরবারে তোমার মর্যাদা আমার থেকে বেশি এজন্য আমি তোমার সাথে সাক্ষাৎ করতে এসেছি আমাকে বলো সেটা কোন আমল, যার কারণে তোমার মর্যাদা আল্লাহ পাকের দরবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে? ওই মুচী নিশ্চুপ রইলো এমনকি সে তার আমলের ব্যাপারে বলতে গড়িমসি করতে লাগলো তারপর বললো: আমার তো তেমন বিশেষ কোনো আমল নেই হ্যাঁ! এতটুকু অবশ্যই রয়েছে যে, আমি সারা দিন হালাল রিযিক অর্জনে ব্যস্ত থাকি এবং হারাম সম্পদ থেকে বেঁচে থাকি তারপর আল্লাহ পাক আমাকে যা রিযিক দেন, তা থেকে অর্ধেক তার রাস্তায় দান করি এবং আর অর্ধেক আমার পরিবার পরিজনের জন্য খরচ করে থাকি দ্বিতীয় আমল হলো; আমি অধিক পরিমাণে রোযা রাখি এছাড়া আমার অন্য কোনো আমল নেই যা আমার ফযিলতের কারণ হতে পারে

টা শুনে আবিদ ওই নেককার মুচীর কাছ থেকে চলে গেলো এবং পুনরায় ইবাদতে ব্যস্ত হয়ে গেলো কিছু দিন পর তাকে পুনরায় স্বপ্নে বলা হলো; ওই মুচী থেকে জিজ্ঞাসা করো; কোন্ জিনিসের ভয়ে তার চেহারা হলুদ বর্ণের হয়েছে? এজন্য ওই আবিদ পুনরায় ওই মুচীর কাছে আসলো এবং তাকে জিজ্ঞাসা করলো: তোমার চেহারা হলুদ বর্ণের কেন? তুমি কোন জিনিসের ভয় ধারণ করে রেখেছো? মুচী উত্তর দিলো: যখনই আমি কোনো ব্যক্তিকে দেখি, তখন আমার ধারণা হয় যে, এই ব্যক্তি আমার থেকে উত্তম, এ জান্নাতী, আমি জাহান্নামের অধিকারী, আমি আমাকে সবচেয়ে ছোট মনে করি এবং আমি আমাকে সবচেয়ে গুনাহগার মনে করি। আমি সব সময় অন্তরে জাহান্নামের ভয় ধারণ করে রাখি। ব্যস! এই কারণেই আমার