Imam Gazali Ki Naseehaten

Book Name:Imam Gazali Ki Naseehaten

উল্টো ঠিক চিহ্ন) (  ) এবং আমল না হওয়া অবস্থায় () চিহ্ন দিন

বিঃ দ্রঃ- নিজের নেক আমল পুস্তিকার উপর দৃষ্টি রেখেই আখিরাতের বিষয়ে পর্যবেক্ষন করুন

দৈনিক ৫৬টি নেক আমল:

    . ভালো ভালো নিয়্যত কি করেছি? . পাঁচ ওয়াক্ত নামায জামাআত সহকারে কি আদায় করেছি? . প্রত্যেক নামাযের পূর্বে কি নামাযের দাওয়াত দিয়েছি? . সূরা মূলক কি পাঠ করেছি? . প্রত্যেক নামাযের পর আয়াতুল কুরসী, সূরা ইখলাস এবং তাসবীহে ফাতিমা رَضِیَ اللهُ عَنْہَا কি পাঠ করেছি? . কানযুল ঈমান থেকে তিন আয়াত বা সীরাতুল জিনান থেকে পৃষ্ঠা অনুবাদ তাফসীর পাঠ করেছি বা শুনে নিয়েছি? . শাজারা শরীফ হতে ওয়াযীফা পাঠ করেছি? . ৩১৩ বার দরূদ শরীফ পাঠ করেছি? . চোখকে গুনাহ থেকে বাঁচিয়েছি? ১০. কানকে গুনাহ থেকে বাঁচিয়েছি? ১১. অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথ চলতে দৃষ্টিকে নত রেখেছি? ১২. মাকতাবাতুল মদীনার কিতাব বা পুস্তিকা পাঠ করেছি? ১৩. আযান ইকামতের উত্তর দিয়েছি?
১৪. রাগের চিকিৎসা করেছি? ১৫. নিজের আমলের পর্যবেক্ষণ করেছি? ১৬. নিজের নিগরানের আনুগত্য করেছি? ১৭. আপনি, জি হ্যাঁ- বলে কথা বলেছি? ১৮. প্রাপ্তবয়স্কদের মাদরাসাতুল মদীনায় পড়েছি বা পড়িয়েছি? ১৯. ইশার জামাআতের দুই ঘণ্টার মধ্যে ঘরে পৌঁছে গেছি? ২০. দ্বীনি কাজে দুই ঘণ্টা সময় ব্যয় করেছি? ২১. ফজরের জন্য জাগিয়েছি? ২২. অন্যের ঘরে কি উঁকি দিয়েছি? ২৩. ঘরে কি দরস দিয়েছি? ২৪. মসজিদ দরস দিয়েছি বা শুনেছি? ২৫. সুন্নাত অনুযায়ী কি পোশাক পরিধান