Imam Gazali Ki Naseehaten

Book Name:Imam Gazali Ki Naseehaten

কিতাব সমূহ তামহীদুল ঈমান, হুস্সামুল হারামাইনতাছাড়া মাকতাবাতুল মদীনার প্রকাশিত কিতাব কুফরিয়া কালেমাত কে বারেঁ মে সাওয়াল জাওয়াব) এবং এছাড়াও আরও কিতাব পুস্তিকা রয়েছে, সেগুলো "৭২টি নেক আমল" পুস্তিকায় দেখতে পারবেন সুতরাং, আমাদেরও এই নেক আমলের উপর আমল করে এই কিতাবগুলো অধ্যয়ন করা উচিত এর মাধ্যমে অনেক দ্বীনি ইলমও অর্জিত হবে এবং বুযুর্গদের নসীহতও পাওয়া যাবে আপনারাও নিয়ত করুন যে, "৭২টি নেক আমল" পুস্তিকাটি পূরণ করুন এবং এই কিতাবগুলোও অধ্যয়ন করুন আল্লাহ পাক আমাদেরকে আমল করার তাওফীক দান করুক আমীন

প্রিয় ইসলামী ভাইয়েরা! আজকের এই ফিতনার যুগে আমার শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুহাম্মাদ ইলইয়ায়াস আত্তার ক্বাদেরী রযবি دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর ফয়যানকে খুব ভালোভাবে প্রচার করেছেন তিনি ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে অনেক ভালবাসেন, তাঁর কিতাবগুলো পড়েন, সেগুলোর উপর আমল করেন এবং অন্যদেরকেও সেগুলোর উপর আমল করার উৎসাহ দেন আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ এর ইচ্ছায় দাওয়াতে ইসলামীর ইলমী তাহক্বীকী বিভাগ আল মদীনাতুল ইলমিয়া (ইসলামিক রিসার্চ সেন্টার) ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কিতাবগুলো উর্দুতে অনুবাদ করেছে এবং মাকতাবাতুল মদীনা সেগুলোকে প্রকাশ করেছে আপনিও ইমাম গাযযালী رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর কিতাবগুলো, যেমন: ইহইয়াউল উলূম”, “মুকাশাফাতুল কুলূব”, “মিনহাজুল আবেদীনইত্যাদি মাকতাবাতুল মদীনা থেকে বিনামূল্যে সংগ্রহ করুন, পড়ুন এবং আমল করার সৌভাগ্য অর্জন করুন