Imam Gazali Ki Naseehaten

Book Name:Imam Gazali Ki Naseehaten

ইবাদতগুজার ছিল, কী বড় আলেম ছিল, জমিনে বসে লৌহে মাহফুযের লেখা পড়তে পারতো, তার দোয়া কবুল হতো কিন্তু সে ছিল অকৃতজ্ঞ, তাকে অকৃতজ্ঞতার শাস্তি দেওয়া হলো, তার পরিণতি খারাপ হলো, তার ঈমান কেড়ে নেওয়া হলো, কাফের হয়ে মারা গেলো এবং চিরকালের জন্য জাহান্নামের ইন্ধন হয়ে গেলো তো হে জান্নাতের অন্বেষণকারীরা...!! ইবাদতও করুন, নেক আমলও করুন! ভালো মানুষও হোন, কিন্তু কৃতজ্ঞতা আদায় করতে একদম ভুলবেন না আল্লাহ পাক আমাদের সকলকে নেককার হওয়ার এবং নেককার বানানোর তাওফীক দান করুক

 اٰمین بِجاہِ خاتَمِْالنَّبِیّٖن صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم

নেক আমল নং ৭১ এর প্রতি উৎসাহ

ে আশিকানে আউলিয়া! আল্লাহ পাকের নেক বান্দারা আমাদেরকে কী কী নসীহত করেছেন, তা আমরা অধ্যয়নের মাধ্যমে জানতে পারব। কিন্তু আফসোস! বর্তমানে মুসলমানদের মধ্যে অধ্যয়নের আগ্রহ প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এই আগ্রহ বাড়ানোর জন্য শায়খে তরিকত, আমীরে আহলে সুন্নাত دَامَتْ بَرَکَاتُہُمُ الْعَالِیَہ আমাদেরকে ৭২টি নেক আমলের মধ্যে একটি নেক আমল অধ্যয়নের জন্যও দিয়েছেন। সুতরাং নেক আমল নং ৭১ হলো যে, আপনি সারা জীবনের সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেছেন? (মিনহাজুল আবেদীন, জাআল হক, বাহারে শরীয়াত ৯ম অংশ থেকে মুরতাদের বর্ণনা, ১৬তম অংশ থেকে ক্রয় বিক্রয়ের বর্ণনা এবং পিতামাতার হকের বর্ণনা, (যদি বিবাহিত হন তবে) ৭ম অংশ থেকে মুহাররামাতের বর্ণনা এবং স্ত্রীর হক সমূহ, ৮ম অংশ থেকে সন্তানের লালন পালনের বর্ণনা, তালাকের বর্ণনা, যিহারের বর্ণনা এবং তালাকে কিনায়ার বর্ণনা। আলা হযরত رَحْمَۃُ اللهِ عَلَیْہِ এর