Book Name:Imam Gazali Ki Naseehaten
হযরত সায়্যিদুনা ইবনে আব্বাস رَضِیَ اللهُ عَنْہُمَا থেকে বর্ণিত, প্রিয় নবী, মক্কী মাদানী মুস্তফা صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: এ দোয়া পাঠকারীর জন্য সত্তরজন ফিরিশতা এক হাজার দিন পর্যন্ত নেকী সমূহ লিখতে থাকেন। (মু’জামুয যাওয়ায়িদ, কিতাবুল আদইয়াহ, ১০/২৫৪, হাদীস ১৭৩০৫)
(২) যেন শবে কদর পেয়ে গেলো:
প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: যে ব্যক্তি এ দোয়া তিনবার পড়ে নিবে, সে যেন শবে কদর পেয়ে গেলো।
(তারীখে ইবনে আসাকীর, ১৯/৪৪১৫)
لَا اِلٰهَ اِلَّا اللهُ الْحَلِيْمُ الْكَرِيْمُ سُبْحَانَ اللهِ رَبِّ السَّمٰوٰتِ السَّبْعِ وَرَبِّ الْعَرْشِ الْعَظِيْم
সহনশীল দয়ালু আল্লাহ পাক ব্যতিত ইবাদতের উপযোগী কেউ নেই। আল্লাহ পাক পবিত্র, যিনি সপ্ত আসমান ও আরশে আযীমের মালিক ও প্রতিপালক।
صَلُّوْا عَلَی الْحَبِیْب! صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد
সাপ্তাহিক ইজতিমার হালকার শিডিউল ১৬ অক্টোবর ২০২৫ইং
(১) সুন্নাত ও আদব শেখা: ৫ মিনিট, (২) দোয়া শেখা: ৫ মিনিট,
(৩) পর্যালোচনা: ৫ মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।
পানির অপচয় থেকে বাঁচার অবশিষ্ট মাদানী ফুল
* শীতকালে ওযু বা গোসল করার জন্য, থালা-বাসন ও কাপড় ধোয়ার জন্য গরম পানি পাওয়ার উদ্দেশ্যে কল খুলে পাইপে জমে থাকা ঠান্ডা পানি এমনিতেই ফেলে না দিয়ে কোনো পাত্রে প্রথমে বের করে নেওয়ার ব্যবস্থা করুন। * মুখ ধোয়ার জন্য সাবানের ফেনা তৈরি করতেও সাবধানে পানি খরচ করুন। * ব্যবহারের পর সাবান এমন সাবানদানিতে রাখুন যেখানে একদমই পানি না থাকে। * পানি পান করার পর গ্লাসে বেঁচে যাওয়া পানি ফেলে না দিয়ে অন্যকে পান করিয়ে দিন বা অন্য কোনো কাজে ব্যবহার করুন। * শৌচাগারে লোটা ব্যবহার করুন,