Imam Gazali Ki Naseehaten

Book Name:Imam Gazali Ki Naseehaten

কারণ ফোয়ারা দিয়ে পবিত্রতা অর্জন করতে বেশি পানি খরচ হয় এবং পা- প্রায়শই নোংরা হয়ে যায় * কল থেকে ফোঁটা ফোঁটা পানি পড়তে থাকলে অবিলম্বে এর সমাধান করুন, অন্যথায় পানি নষ্ট হতে থাকবে * অনেক সময় মসজিদ মাদরাসার কল থেকে পানি টপকাতে থাকে, কিন্তু কেউ খোঁজ নেয় না! কর্তৃপক্ষকে নিজেদের দায়িত্ব মনে করে নিজেদের আখিরাতের ভালোর জন্য অবিলম্বে কোনো ব্যবস্থা গ্রহণ করা উচিত * খাবার খাওয়া, চা বা কোনো পানীয় পান করা, ফল কাটা ইত্যাদি বিষয়ে খুব সতর্কতা অবলম্বন করুন যাতে প্রতিটি দানা, প্রতিটি খাদ্য কণা এবং প্রতিটি ফোঁটা ব্যবহার হয়ে যায় (ওযুর পদ্ধতি, পৃ. ৪৫, ৪৬, ৪৭)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

ঘুমের সময়কার দোয়া

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতে ভরা ইজতিমার সময়সূচী অনুযায়ী "ঘুমের সময়কার দোয়া" মুখস্থ করানো হবে  সেই দোয়াটি হলো:

اَللّٰہُمَّ بِاسْمِکَ اَمُوْتُ وَاَحْیَا۔

অর্থ: হে আল্লাহ! আমি তোমার নাম নিয়েই বাঁচি এবং মরি (অর্থাৎ ঘুমাই এবং জাগি)(মাদানী পাঞ্জেসূরা, পৃষ্ঠা ২০৩)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!         صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

সম্মিলিতভাবে পর্যবেক্ষণের পদ্ধতি

            প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: (আখিরাতের বিষয়ে) এক মুহূর্তের জন্য চিন্তা ভাবনা করা ৬০ বছরের (নফল) ইবাদত থেকে উত্তম (জামিউস সগীর লিস সুয়ুতী, পৃষ্ঠা- ৩৬৫, হাদীস নং-৫৮৯৭)

   

আসুন! নেক আমলের পুস্তিকা পূরণ করার আগে ভালো ভালো নিয়্যতকরে নিই