Nigahon ke Hifazat kijiye

Book Name:Nigahon ke Hifazat kijiye

তাদের শাস্তি দেবেন অথবা চাইলে ক্ষমা করে দিবেন (তিরমিযী, কিতাবুদ দাওয়াত, /২৪৭, হাদীস: ৩৩৯১)

 صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

বয়ান শোনার নিয়্যত

    প্রিয় নবী صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: اَفْضَلُ الْعَمَلِ اَلنِّيَّۃُ الصَّادِقَۃُ অর্থাৎ সত্য নিয়্যত সবচেয়ে উত্তম আমল(জামে সগীর, ৮১ পৃষ্ঠা, হাদীস: ১২৮৪)

    হে আশিকানে রাসূল! প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়্যত করার অভ্যাস গড়ুন, কেননা ভালো নিয়্যত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়বয়ান শুনার পূর্বেও ভালো ভালো নিয়্যত করে নিন! যেমন; নিয়্যত করুন! ? ইলমে দ্বীন শেখার জন্য সম্পূর্ণ বয়ান শুনবো ? আদব সহকারে বসবো ? বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকবো
? নিজের সংশোধনের জন্য বয়ান শুনবো ? যা শুনবো অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করবো

 صَلُّوْا عَلَی الْحَبِیْب!                     صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

 

গুনাহ থেকে বাঁচার অনন্য দোয়া

হযরত ইউনুস বিন ইউসুফ رَحْمَۃُ اللهِ عَلَیْہِ তাঁর সময়ের একজন প্রসিদ্ধ আউলিয়ায়ে কিরাম رَحِمَہُمُ اللهُ عَلَیْہِمْ اَجْمَعِیْن এর অন্তর্ভুক্ত ছিলেন। তিনি অধিকাংশ সময় মসজিদে কাটাতেন এবং আপন দয়ালূ প্রতিপালকের ইবাদতে ব্যস্ত থাকতেন। তিনি তাঁর যৌবন আল্লাহ পাকের ইবাদতের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন। একবার তিনি মসজিদ থেকে বের হচ্ছিলেন, হঠাৎ পথে এক যুবতী নারীর ওপর দৃষ্টি পড়ল এবং কিছুক্ষণের জন্য মন তার দিকে ঝুঁকে গেল। কিন্তু পরক্ষণেই তিনি নিজের এই কাজের জন্য লজ্জিত হলেন এবং আল্লাহর দরবারে দোয়া করার জন্য হাত তুললেন এবং এই শব্দগুলো সহকারে দোয়া করতে লাগলেন: হে আমার পাক পরওয়ারদিগার! নিঃসন্দেহে তুমি আমাকে চোখ দান করেছ,