Nigahon ke Hifazat kijiye

Book Name:Nigahon ke Hifazat kijiye

বার্তা পেয়ে গেছি? আমরা কি পূর্ববর্তী উম্মতদের উপর আসা আযাবকে ভুলে গেছি? আমরা কি প্রতিদিন বের হওয়া জানাযা থেকে শিক্ষা গ্রহণ করি না? আমরা কি অসুস্থতায় বিছানায় কাতরাতে থাকা রোগীদের থেকে শিক্ষা গ্রহণ করি না? আমরা কি সংকীর্ণ অন্ধকার কবরকে ভুলে গেছি? নাকি আমরা মুনকার-নাকীরের প্রশ্নের উত্তর দিতে পারব? কিয়ামতের দিন কি আমাদের থেকে হিসাব-নিকাশ নেওয়া হবে না?

প্রিয় ইসলামী ভাইয়েরা! মৃত্যুর ফেরেশতা আমাদের জীবনের সম্পর্ক এই দুনিয়া থেকে চিরদিনের জন্য কেটে দেয়ার পূর্বে, আসুন, জেগে উঠি! এবং অন্য ইসলামী ভাইদেরকেও জাগ্রত করি!!

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

নেক আমল নম্বর ৯ এর প্রতি উৎসাহ

্রিয় ইসলামী ভাইয়েরা! নিজেদেরকে কুদৃষ্টি থেকে বাঁচানোর এবং সুন্নাতের উপর আমল করার প্রেরণা পাওয়ার জন্য দাওয়াতে ইসলামীর দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে নেক কাজে উন্নতির জন্য যেলী হালকার ১২টি দ্বীনি কাজে সক্রিয়ভাবে অংশ নিন। যেলী হালকার ১২টি দ্বীনি কাজের মধ্যে একটি কাজ হলো প্রতিদিন "নেক আমল" এর পুস্তিকা পূরণ (Fill) করা। নেক কাজের অভ্যাস গড়ার এবং গুনাহ থেকে বাঁচার জন্য "নেক আমল" এর পুস্তিকা পূরণ (Fill) করার অভ্যাস বানিয়ে নিন, اِنْ شَآءَ الله আপনি নিজের মধ্যে স্পষ্ট ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। এই নেক আমলগুলোর মধ্যে একটি নেক আমল নম্বর ৯ হলো: "আজ কি আপনি চোখকে গুনাহ (অর্থাৎ কুদৃষ্টি, সিনেমা, নাটক, মোবাইলে নোংরা ছবি ও ভিডিও, নামুহরিম নারী ও কাজিন ইত্যাদি) দেখা থেকে বাঁচিয়েছেন?" এই নেক আমলের উপর