Nigahon ke Hifazat kijiye

Book Name:Nigahon ke Hifazat kijiye

() সুন্নাত আদব শেখা: মিনিট, () দোয়া শেখা: মিনিট,
(
) পর্যালোচনা: মিনিট। মোট সময়কাল- ১৫ মিনিট।

কথাবার্তার অবশিষ্ট মাদানী ফুল

যতক্ষণ পর্যন্ত অন্যজন কথা বলছে, ধৈর্য সহকারে শুনুন, কথা কাটা থেকে বিরত থাকুন এবং কথা বলার সময় অট্টহাসি দেওয়া থেকে বাঁচুন কারণ অট্টহাসি দেওয়া সুন্নাত দ্বারা প্রমাণিত নয় কথা বলার সময় সবসময় মনে রাখবেন যে, বেশি কথা বললে ব্যক্তিত্ব কমে যায় * কারো সাথে যখন কথা বলবেন, তখন তার কোনো সঠিক উদ্দেশ্যও থাকা উচিত এবং সবসময় শ্রোতার ধারণক্ষমতা এবং তার মনস্তত্ত্ব অনুযায়ী কথা বলুন * অশ্লীল ভাষা এবং নির্লজ্জ কথাবার্তা থেকে সবসময় দূরে থাকুন, গালিগালাজ করা থেকে বিরত থাকুন এবং মনে রাখবেন যে, কোনো মুসলমানকে শরয়ী বিনা অনুমতিতে গালি দেওয়া কঠোরভাবে হারাম (ফতোওয়ায়ে রযবীয়া, ২১/১২৭) এবং নির্লজ্জ কথা বলা ব্যক্তির উপর জান্নাত হারাম রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم ইরশাদ করেন: সেই ব্যক্তির উপর জান্নাত হারাম, যে অশ্লীল কথা (নির্লজ্জ কথা) বলে

(কিতাবুস সামত মা' মাওসূ'আতুল ইমাম ইবনি আবিদ দুনিয়া, /২০৪, হাদীস: ৩২৫)

صَلُّوْا عَلَی الْحَبِیْب!                 صَلَّی اللهُ عَلٰی مُحَمَّد

প্রথম গ্রাসে এবং প্রতি গ্রাসে পড়ার দোয়া

দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক সুন্নাতেভরা ইজতিমার সময়সূচী অনুযায়ী "প্রথম গ্রাসে এবং প্রতি গ্রাসে পড়ার দোয়া" মুখস্থ করানো হবে প্রথম গ্রাসে পড়ার দোয়াটি হলো:

يَا وَاسِعَ الْمَغْفِرَةِ - অনুবাদ: হে বিশাল ক্ষমাকারী

প্রতি গ্রাসে পড়ার দোয়াটি হলো:

يَا وَاجِدُ

অনুবাদ: হে মহান ঐশ্বর্যশালী (খযীনায়ে রহমত, পৃ. ১০৩)