Book Name:Nigahon ke Hifazat kijiye
করি যে, শরীয়তের হুকুম পালন করে, এই আল্লাহওয়ালাদের অনুকরণ করে আমরাও নিজেদের দৃষ্টির হেফাযত করব। اِنْ شَآءَ الله
সবসময় মাথা ও চোখ নত করে রাখতেন!
মাকতাবাতুল মদীনার কিতাব "ইহইয়াউল উলূম" এর ১ম খণ্ডের ৫২৯ নম্বর পৃষ্ঠায় বর্ণিত রয়েছে: হযরত রাবী' বিন খুসাইম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ সবসময় মাথা ও চোখ নত করে রাখতেন, এমনকি কিছু লোক তাঁকে অন্ধ মনে করত। তিনি ২০ বছর ধরে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ এর ঘরে যাতায়াত করতেন। যখন হযরত ইবনে মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ এর দাসী তাঁকে (আসতে) দেখত, তখন বলত: "আপনার অন্ধ বন্ধু এসেছেন।" হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ তার কথা শুনে মুচকি হাসতেন। তিনি যখন দরজা নক করতেন, দাসী বাইরে আসত এবং তাঁকে মাথা ও চোখ নত করে রাখতে দেখত। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ رَضِیَ اللهُ عَنْہُ যখন হযরত রাবী' বিন খুসাইম رَحْمَۃُ اللهِ عَلَیْہِ কে দেখতেন, তখন এই পবিত্র আয়াত তিলাওয়াত করতেন:
وَ بَشِّرِ الْمُخْبِتِیْنَۙ(۳۴)
(পারা ১৭, সূরা হজ্জ, আয়াত ৩৪)
কানযুল ঈমানের অনুবাদ: এবং হে মাহবূব! সুসংবাদ শুনিয়ে দিন সেই বিনীত লোকদেরকে।
এবং (পবিত্র আয়াত তিলাওয়াত করার পর) বলতেন: খোদার কসম! যদি রাসূলে পাক صَلَّی اللهُ عَلَیْہِ وَاٰلِہٖ وَسَلَّم আপনাকে দেখতেন, তবে তিনি আপনার প্রতি খুশি হতেন। এক বর্ণনায় রয়েছে যে, তিনি আপনাকে পছন্দ করতেন। আরেক বর্ণনায় রয়েছে, তিনি আপনাকে দেখে মুচকি হাসতেন।
(ইহইয়াউল উলূম, কিতাবু আসরারুস সালাত, ১/২৩২)