Dawat e Islami Aur Islah e Muashrah

Book Name:Dawat e Islami Aur Islah e Muashrah

الٓرٰ  کِتٰبٌ اَنۡزَلۡنٰہُ  اِلَیۡکَ لِتُخۡرِجَ النَّاسَ مِنَ الظُّلُمٰتِ اِلَی النُّوۡرِ ۬ۙ

(পারা ১৩, ইব্রাহিম, আয়াত )

কানযুল ঈমান থেকে অনুবাদ: একটি গ্রন্থ যা আমি আপনার প্রতি অবতরণ করেছি, যাতে আপনি লোকদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন

 

    জানা গেলো, পবিত্র কুরআন নাযিলের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এর মাধ্যমে সমাজের লোকদের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা * যারা কুফরের অন্ধকারে বিচরণ করছে তাদেরকে ঈমানের আলোর দিকে আনা, * যারা পাপের অন্ধকারে নিমজ্জিত তাদের নেকির আলোর দিকে আনা, * যারা অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত তাদের দ্বীনী জ্ঞানের আলোয় আলোকিত করা, * যারা অসৎ-চরিত্র বদ-অভ্যাসের অন্ধকারে নিমজ্জিত তাদেরকে উন্নত চরিত্র অভ্যাসের আলোয় নিয়ে আসা, * যারা নফসের কামনা-বাসনার অনুসারী তাদেরকে  ইবাদত-বন্দেগির আলোর দিকে নিয়ে আসা, * যারা পার্র্থিব মোহ ধন-সম্পদের লোভের অন্ধকারে নিমজ্জিত তাদেরকে পরকালের চিন্তার আলোয় আলোকিত করা, মোটকথা  সমাজের প্রতিটি সদস্য যারা কোনো না কোনোভাবে অন্ধকারে নিমজ্জিত, তাদেরকে অন্ধকার থেকে বের করে নূর আলো দান করাই কুরআন অবতীর্ণ করার মূল প্রধান উদ্দেশ্য

(তাফসীরে খাযিন, পারা ১৩, সূরা ইব্রাহীম আয়াত:   খণ্ড , পৃষ্ঠা ২৭)

দাওয়াতে ইসলামী ও সমাজ সংস্কার

    প্রিয় ইসলামী ভাইয়েরা! বর্তমান যুগ কিয়ামতের নিকটবর্তী যুগ। কিয়ামতের অনেক আলামত পূর্ণ হতে  চলেছে। সব দিক থেকে ফিতনা মাথাচাড়া দিচ্ছে, গুনাহের দুঃসাহস বেড়ে চলেছে, পাপের সয়লাবে চারদিক ভেসে যাচ্ছে, এমন পরিস্থিতিতে দাওয়াতে ইসলামী اَلْحَمْدُ لِلّٰه নূরের কিরণ স্বরূপ, * দাওয়াতে ইসলামী এই ফিতনাপূর্ণ যুগে আলো ছড়াচ্ছে, * দাওয়াতে ইসলামী সৎ কাজের দাওয়াত প্রসার করছে ও মন্দ কাজ থেকে বিরত রাখছে, * দা’ওয়াতে ইসলামী অমুসলিমদেরকে ইসলামের দিকে আহ্বান করছে, গুনাহগার মুসলমানদেরকে নেকীর পথের মুসাফির বানাচ্ছে, * দাওয়াতে